X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘লর্ড কার্লাইল ভিসা না পেলে প্রমাণ হবে খালেদা জিয়ার দণ্ডের নেপথ্যে ভারতীয় হাইকমিশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১৩:১০আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৩:৪৫

সংবাদ সম্মেলনে রিজভী ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আনইজীবী লর্ড কার্লাইলকে ভারতের ভিসা না দেওয়া হলে এটা প্রমাণিত হবে যে তাকে ( খালেদা জিয়া) কারাদণ্ড দেওয়ার পেছনে ভারতীয় হাইকমিশনের ভূমিকা রয়েছে।’ এমনটাই অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সংবাদ সম্মেলন একথা বলেন রিজভী। তিনি বলেন, ‘লর্ড কার্লাইল চলতি সপ্তাহেই দিল্লি সফর করবেন। আর ১৩ জুলাই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও কারাদণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেওয়ার কথা। যদি ঢাকার হাইকমিশনের সুপারিশের কারণে লর্ড কার্লাইলকে ভিসা না দেওয়া হয়, তাহলে এটা প্রমাণিত হবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দিতে তাদের নেপথ্য ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের একটি ভোটারবিহীন সরকারকে টিকিয়ে রাখতে ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের ভূমিকা উপনিবেশিক শাসকদের মতো। যেন তারা বাংলাদেশে তাদের প্রভুদের টিকিয়ে রাখতে উঠেপড়ে লেগেছে। ঢাকার ভারতীয় হাইকমিশন যদি উপনিবেশিক শাসনের গভর্নর হাউসে পরিণত হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে বুঝতে হবে দেশের স্বাধীনতা বিপন্ন ও সার্বভৌমত্ব অতি দুর্বল।’

রিজভী বলেন, ‘গতকাল (শনিবার) একটি দৈনিক পত্রিকায় দিল্লির একটি উচ্চপর্যায়ের সূত্র থেকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলকে ভারতে ঢোকার অনুমতি না দিতে দিল্লিতে জোরালো সুপারিশ পাঠিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছে আমাদের জিজ্ঞাসা, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের এখন কোন দলের মুখপাত্র?’

বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার’ দাবি করে তিনি বলেন, “এই সরকারের প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা এইচটি ইমাম ভারত সফরে গিয়ে সেখানকার শীর্ষস্থানীয় ‘থিংক ট্যাংক’ আয়োজিত আলোচনা সভায় বলেন, ‘বিএনপি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। বিএনপি হচ্ছে চীন ও পাকিস্তানপন্থি।’ তার এমন উদ্ভট বেহায়াপনায় বাংলাদেশিরা হতবাক ও স্তম্ভিত। জনবিচ্ছিন্ন আওয়ামী সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে সেখানে বিভিন্ন নীতিনির্ধারকদের কাছে নতজানু হয়ে লেজ নাড়িয়ে ভারতীয় কৃপা আদায়ের জন্য এইচ টি ইমামের মতো আওয়ামী মন্ত্রী ও নেতারা এমন ন্যক্কারজনক দৃষ্টান্ত সৃষ্টি করছেন, যা বাংলাদেশে বিরল। এটি যেন মোড়লের কাছে নিজের বিশ্বস্ততা প্রমাণ করা।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের স্বীকারোক্তিতেই বলেছেন তিনি ভারতকে সবকিছু দিয়েছেন, প্রতিদান চাননি। কিন্তু এখন প্রতিদান পেতে প্রধানমন্ত্রী একের পর এক প্রতিনিধি পাঠাচ্ছেন সেখানে। দেশের স্বাধীনতাকে অপমানিত করে তিনি দিল্লির দরবারে করুণা ভিক্ষা করছেন।’

তিনি আরও বলেন, “এইচ টি ইমাম হচ্ছেন রবীন্দ্রনাথের ভাষায় ‘চলতি হাওয়ার পন্থি’। তিনি কতবড় অনৈতিক যে ছাত্রলীগের উদ্দেশে বলেছেন, ‘তোমরা বিসিএসে কেবল লিখিত পরীক্ষায় পাস করো। মৌখিক পরীক্ষার দায়িত্ব আমার।’ বর্তমান এই দুঃশাসনকে টিকিয়ে রাখার মূলহোতাদের একজন হচ্ছেন এই এইচ টি ইমাম। এরা নিজের পাতে ক্ষমতার ঝোল ঢালার জন্য আত্মা বিক্রি করতেও দ্বিধা করেন না।”

ভারত বিএনপিকে সুযোগ দেবে না- এইচ টি ইমামের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘এইচ টি ইমামকে বলতে চাই, ভারত সুযোগ দেওয়ার কে? বাংলাদেশের মালিক জনগণ। সুযোগও দেবে দেশের জনগণ। আপনার বক্তব্যে বোঝা যায় বাংলাদেশের সরকার পরিবর্তনের চাবিকাঠি ভারত। আর সেজন্যই প্রভুদের কাছে দেনদরবার শুরু করেছেন। ক্ষমতা হারানোর ভয়ে প্রভুদের কাছে তাই এত আকুতি মিনতি করছেন। কিন্তু দেশের জনগণ আর সেই সুযোগ আপনাদের দেবে না।’

তিনি আরও বলেন, ‘জনগণকে পাশ কাটিয়ে দেশে আর কোনও ষড়যন্ত্রমূলক ভোটারবিহীন জাতীয় নির্বাচন জনগণ হতে দেবে না। আসলে এই এইচ টি ইমামরা কখনোই আয়নায় নিজের চেহারা দেখেন না। তাদের ভূমিকা মিরন ও ঘষেটি বেগমের মতো।’

/এএইচআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা