X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৩৩ নেতাকর্মী আটকের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ২৩:২২আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০০:১৬


রামপুরায় বিএনপির বিক্ষোভ
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা।  বিক্ষোভ মিছিলকালে দলটির ৩৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলেও দাবি করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আজকে বিএনপির কোনও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি।
রবিবার সন্ধ্যায় বিএনপির দফতর সম্পাদকের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, রবিবার রাজধানীর বিভিন্ন থানায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হলে পল্লবী থানা এলাকা থেকে ১২ জন, রূপনগর থানা এলাকা থেকে ৬ জন, মিরপুর থানা এলাকা থেকে ৮ জন, ভাটারা থানা এলাকা থেকে ৪ জন, গুলশান থানা এলাকা থেকে ১ জন, দারুসসালাম থানা এলাকা থেকে দুজনসহ বিএনপির মোট ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরা পূর্ব থানা বিএনপির বিক্ষোভ
বিএনপির দাবি, বিক্ষোভ মিছিল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মো. গিয়াস উদ্দিন, পল্লবী থানা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক রাজিব হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ্আলম, ৯১ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সাগর, রূপনগর থানার বিএনপি কর্মী মো. জাকির হোসেন, আব্দুল হাই , মো. শাহিন আলম ,আজিজুল ও রুবেল রানাসহ ৩৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার থানা এলাকায় এরকম কোনও ব্যক্তি আটক নেই।’
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মূহুর্তে আমি একটি মিটিংয়ে আছি। আটকের বিষয়ে কিছু জানি না। এরকম আটক নেই।’
বিএনপির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজধানীর বাড্ডা , কাফরুল , রামপুরা , বনানী , মোহাম্মদপুর  , আদাবর  , তুরাগ , ভাটারা , শাহ্আলী , খিলক্ষেত, উত্তরা পূর্ব, দারুসসালাম, বিমান বন্দর, দক্ষিণখান, মিরপুর, পল্লবী, রূপনগর, উত্তরখান, উত্তরা পশ্চিম, ক্যান্টনমেন্ট, দারুস সালাম, মোহাম্মদপুর, তেজগাঁও, ভাষানটেক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রবিবার দলটির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


/এআরআর/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক