X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন পালনের আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১২:২১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:৪৪

শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন পালনের আহ্বান মির্জা ফখরুলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহানগর নাট্যমঞ্চে শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন পালন করছি। আপনারা শান্তিপূর্ণভাবে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন।’ সোমবার (৯ জুলাই) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বেলা সোয়া ১১টায় তিনি এসব কথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সোমবার সকাল ৯টায় এই কর্মসূচি শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত প্রতীকী অনশন চলবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দিন আলমসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। শরিকদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির (জাফর) মোস্তাফা জামাল হায়দার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা’র খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।

/এএইচআর/এএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা