X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কার্লাইলকে ফেরত দেওয়ায় মর্মাহত বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৪:৩৮আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৬:২৭

লর্ড কার্লাইল (ছবি- সংগৃহীত) ভারতের দিল্লি বিমানবন্দর থেকে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ফেরত দেওয়ায় মর্মাহত হয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্রিটিশ ‘হাউজ অব লর্ডস’র সদস্য লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার খবর জেনে আমরা বিস্মিত হয়েছি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে মুক্তচিন্তা অনুশীলনের সঙ্গে এই ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমরা মনে করি।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আরও মনে করি যে বাংলাদেশের অনির্বাচিত সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারারুদ্ধ করে এদেশে গণতন্ত্র অনুশীলনে যে বাধা সৃষ্টি করেছে তার প্রতিবাদ জানানোর জন্য বিশ্বখ্যাত আইনজীবী লর্ড কার্লাইল দিল্লিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার তাকে ভিসা না দেওয়ার কারণেই লর্ড কার্লাইল ভারতে আসতে চেয়েছিলেন। তাকে ভারতে প্রবেশ করতে না দেওয়ায় আমরা মর্মাহত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে চলমান স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অব্যাহত আন্দোলনের প্রতি মুক্তবিশ্বের সমর্থন থাকবে।’ দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।


প্রসঙ্গত, মঙ্গলবার রাতে দিল্লি বিমানবন্দর থেকে কার্লাইলকে ফেরত পাঠানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে বাংলাদেশে আসতে না পেরে ভারতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল ব্রিটিশ এই আইনজীবীর। তার ভারত সফরকে কেন্দ্র করে বিএনপির আইনজীবীরাও তৎপর ছিলেন। বিশেষ করে দুদিন আগে ভারতে যান বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। ভারতে বৃহস্পতিবার (১২ জুলাই) যাওয়ার কথা ছিল বিএনপির অন্যতম আইনজীবী জয়নুল আবদীনেরও। যদিও তিনি গত রাতে বাংলা ট্রিবিউনকে জানান, এ ধরনের পরিকল্পনা তার নেই।
বিএনপি নেতাকর্মীরা জানান, কার্লাইলের ভারত সফরের বিষয়টি সরাসরি লন্ডন থেকে পরিচালিত হয়েছে। আর এ কারণেই দলের আইনজীবী অনেকেই এ বিষয়ে অন্ধকারে ছিলেন। দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার বিকালে জানান, কার্লাইলের ভারত সফর নিয়ে তার জানা নেই। যদিও স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার জানিয়েছেন, তার বিষয়টি জানা ছিল এবং কয়েকজনের ভারত যাওয়ার কথা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের মামলার বিষয়ে তার কথা বলার ছিল।’

/এসটিএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়