X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ১৩:৫৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৪:০৪

আলোচনা সভায় মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,  জাতীয় ঐক্যের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে। শনিবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, ‘খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার কথা চিন্তা করতে পারে না। আমাদেরকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে যে খালেদা জিয়াকে জেলখানায় রেখে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো কী পারবো না। সরকারকে আমাদের শর্তগুলো মানতে হবে। সরকারকে বাধ্য করা হবে জাতীয় ঐক্যের মাধ্যমে নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে। তাহলে এই বাংলাদেশে আবার সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে।’

তিনি বলেন, ‘তারা বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। প্রধানমন্ত্রীও বলেন এটা। বিদেশিরাও বলে একই কথা। সবাই  একমত এই ব্যাপারে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও একমত এই ব্যাপারে। এখন প্রশ্ন হলো – তারা নিশ্চয়ই জানেন ও বোঝেন যে অংশগ্রহণমূলক অর্থ হলো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা যদি মনে করে যে বিএনপি ছাড়া একটা অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হবে সেটা তারা ভুল করবেন। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে না।’

কোটা আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই দাবি করে মওদুদ বলেন, ‘১১ এপ্রিল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বললেন যে কোটা থাকবে না। আবার ২৭ জুন বললেন কোটা থাকবে। আমি শুধু এটুকু বলতে চাই, গ্রেফতার বন্ধ করুন। যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মুক্তি দিন। এই শিক্ষার্থীদের ওপরে নির্যাতন বন্ধ করুন। যদি না করেন তাদের যে আন্দোলন দেখেছেন এর চেয়ে বৃহত্তর আন্দোলন এই শিক্ষার্থীরা করবে এবং দেশের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন থাকবে না।’

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়