X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খালেদা-তারেককে দল থেকে সরানোর অপচেষ্টা চলছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১২:২৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৩:৪৯





নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আমলগীর নির্বাচন কমিশনকে দিয়ে বিএনপির নেতৃত্ব থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরানোর অপচেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির গঠতন্ত্র থেকে দলীয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া সর্বসম্মত প্রস্তাবে বিলুপ্ত ৭ নম্বর ধারার অনুরুপ একটি ধারা নির্বাচন কমিশনকে দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও’তে সংযোজন করার অপচেষ্টা চলছে।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘২০১৬ সালে অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র সংশোধনের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ অনুয়ায়ী, ২০১৬ সালের ১৯ মার্চ সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ৭ম ধারা বাতিলসহ দলের গঠনতন্ত্র সংশোধন করা হয়। যা পরবর্তীতে নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের দলের অবস্থান স্পষ্ট করার জন্য ওই কাউন্সিলে দলীয় গঠনতন্ত্রের অংশে দলের সদস্যপত্র আবেদন সংশোধন করে ‘আমি কখনও দুর্নীতিকে প্রশ্রয় দেব না’ এই বাক্যটি সংযোজন করা হয়। আমাদের জানা মতে, কোনও দলের গঠনতন্ত্রে সদস্যপদ লাভের জন্য এমন ঘোষণা দেওয়ার বিধান নেই।’

বিএনপি মহাসচিব আরও বলেন, `সর্বোচ্চ আদালত থেকে দুর্নীতির দায়ে ১৩ বছরের সাজা পেয়েও আদালতকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে আওয়ামী অবৈধ সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এখনও সংসদে, মন্ত্রীসভায় এবং আওয়ামী লীগে তার সদস্যপদ ও নেতৃত্ব বহাল রেখেছেন। এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর একই কায়দায় তার সংসদ সদস্য পদ বহাল রাখতে সক্ষম হয়েছেন। এগুলোতে কোনও দোষ বা পাপ নেই।’

১১ জুলাই জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অসংসদীয় কটুবাক্যের ধারাবর্ষণ করেছিল অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশ্ন রেখেছিলেন, বিএনপি গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করলো কেন ? প্রধানমন্ত্রীর এমন বক্তব্য উদ্ভট, অলিক ও অন্তসারশূন্য। প্রধানমন্ত্রীর বক্তব্য শুধুমাত্র খালেদা জিয়ার বিরুদ্ধে অসত্য, বানোয়াট অপপ্রচার। বিএনপি গঠনতন্ত্রের ৭ ধারা গত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের দ্বারা সংশোধিত। আকস্মিকভাবে কয়েকদিন ধরে বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়। এরইমধ্যে এ বিষয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক ও সুদূরপ্রসারী চক্রান্তের অংশ।’

বিএনপির এই নেতা বলেন, ‘গত কয়েকদিন ধরে হঠাৎ করে মূল সংবাদ মাধ্যমের বিশেষ কয়েকটি পত্রিকায় বিএনপির ৭ ধারা নিয়ে দরদ উথলে উঠতে শুরু করেছে। এই ৭ ধারা কেন আমরা পরিবর্তন করেছি। রিপোর্টগুলোতে বলা হচ্ছে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ৭ ধারা পরিবর্তন করেছি। এগুলো অপ্রচার। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে নেওয়ার পর তাদের একটা আশা ছিল বিএনপিকে তারা ভেঙে ফেলতে সক্ষম হবে। সেটা করতে ব্যর্থ হয়েই এখন তারা ভিন্ন কৌশল নিয়ে এগুচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। এই পার্টির মধ্যে এখন আর কোনও রাজনীতি নেই। তাদেরকে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি সংস্থাকে ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকতে হচ্ছে।’

বিএনপিকে বিপর্যস্ত করতে ষড়যন্ত্রের পথে হাটছেন শেখ হাসিনা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘মঈন-ফখরুদ্দীন যে কায়দায় বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছিল। সেই একই কায়দায় এখন বিছানো হচ্ছে ষড়যন্ত্রের জাল। বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হবে। এই উদ্দেশ্য বাস্তবায়নে, সরকারের বিভিন্ন সংস্থার বিএনপির দলীয় গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনের আরপিও সংক্রান্ত কিছু উদ্দেশ্যপূর্ণ রিপোর্ট গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করার জন্য মাঠে নেমেছে।'

তিনি আরও বলেন, `আমার কাছে একটি কাগজ আছে। এটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগে একটি বিশেষ সংস্থা সাংবাদিকদের ডেকে নিয়ে তার কপি সংগ্রহ করেছেন। এর কপি আমাদের কাছেও আছে। সংবাদপত্রে রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই সেই কপি পেয়েছি। সুতারাং এটা জনগণ ও আমাদের কাছে পরিষ্কার, বিএনপিকে ভাঙার জন্য এবং সবদিক থেকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য এই অপ্রচারে লিপ্ত হয়েছে সরকার।'

সরকারের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন পত্রিকায় চাপ সৃষ্টি করে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র নিয়ে কাল্পনিক সিন্ডিকেট-সংবাদ পরিবেশন করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর একই রকম বক্তব্যে প্রমাণিত হয় বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের মূল উদ্দেশ্য বিএনপি গঠনতন্ত্র থেকে যে ধারা বিলুপ্ত করেছে তার সঙ্গে মিল রেখে অনুরূপ একটি ধারা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) অন্তর্ভুক্ত করার ক্ষেত্র তৈরি করা। বিএনপির পক্ষ থেকে আমি ‘দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা বিলুপ্তি নিয়ে প্রধানমন্ত্রীর অপপ্রচার ও সরকারি ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের কোনও অশুভ নীল নকশার অংশ না হওয়ার জন্য সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের ১৬ কোটি মানুষ এতো বোকা নয় যে, সরকারের এসব ছল-চাতুরী বুঝতে পারেন না। সরকারের উচিৎ হবে এইসব কৌশল থেকে বিরত থেকে সোজা পথে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।’



/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন