X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাঁচ সদস্যের নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব গণফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৩:১১আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৪২

 

নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে জাতীয় প্রেসক্লাবে গণফ্রন্টের সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণফ্রন্ট। রবিবার (১৫ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন গণফ্রন্টের চেয়ারম্যান জাকির হোসেন।


জাকির হোসেন বলেন, ‘বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচনকালীন সরকার গঠন করলে তা দেশ ও জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগেই সংসদ ভেঙে দিতে হবে। তবে বর্তমান সংবিধানের ৫৭(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে সংসদ ভেঙে দিতে পারবেন কি? সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী এবং সংসদের। তবে ৫৭(৩) ধারা অনুযায়ী উত্তরাধিকার নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদে বহাল থাকতে পারবেন। তাই সংবিধানের ৫৭(২) ধারা সংশোধনের প্রয়োজন আছে।’
নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং স্থানীয় সরকার মন্ত্রী এই পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচনকালীন সরকার গঠনের দায়িত্বে থাকবেন। যে সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, অরাজনৈতিক সরকারও নয়। স্বাধীনতার পর থেকে যেসব নিবন্ধিত দলের সংসদে প্রতিনিধিত্ব ছিল (বিতর্কিত নির্বাচনগুলো বাদে) তাদের সমন্বয়ে একটি সরকার গঠন করা যেতে পারে। সমঝোতার মাধ্যমে সেই সরকারের প্রধান প্রধানমন্ত্রী হতে পারেন।’ পাশাপাশি নির্বাচনের সময়ে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান ব্যারিস্টার আকমল হোসেন, প্রগতিশীল জোটের কো-চেয়ারম্যান জুবাইদা কাদের চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগমসহ অন্যান্য নেতা।

/এসও/আইএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী