X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতি করে বিএনপি রাজনীতি থেকে মাইনাস: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৯:০১আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৯:০৪



দীপু মনি (ফাইল ছবি: ইন্টারনেট থেকে) বিএনপি ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, ‘নিজেদের দুর্নীতি ও দুঃশাসনের কারণে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে। দলটির শীর্ষ নেতা এতিমের টাকা আত্মসাৎ করে কারাভোগ করছেন।’ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে রবিবার ‘স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীপুমনি বলেন, ‘বিএনপির জ্বালাও-পোড়াও ও নাশকতার কারণে দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এভাবে তাদের দুর্নীতি আর অপশাসনে তারা নিজেরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে।’
দীপু মনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য রাতের অন্ধকারে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। আইন-কানুনের তোয়াক্কা না করে তার প্রতি অশোভন আচরণ করা হয়। এর মাধ্যমে সারাদেশে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করে তৎকালীন সরকার। পরে নেতাকর্মী ও দেশের জনগণের আন্দোলনের মুখে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এর মাধ্যমে সেদিন পুরো বাংলাদেশই মুক্তি হয়েছিল।’
খালেদা জিয়াকে নির্বাচন থেকে মাইনাস করতে সরকার চক্রান্ত করছে—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে উদ্দেশ্য করা হলে তাকে বহু আগেই গ্রেফতার করা যেতো। কিন্তু সরকার তাকে গ্রেফতার করেনি। এতিমের টাকা আত্মসাতের মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে। আদালতের রায়ের পরই তাকে গ্রেফতার করা হয়। এখানে সরকারের হাত নেই। আসলে নিজেদের দুর্নীতি আর অপশাসনে তারা নিজেরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে।’
সংগঠনের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এ সভায় বিশেষ অতিথি ছিলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। এছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ