X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কমিটির বিরোধ নিয়ে মির্জা ফখরুলকে আবারও চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ২৩:১৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২৩:২১

কমিটির বিরোধ নিয়ে মির্জা ফখরুলকে আবারও চিঠি ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানা এবং ৫৮টি ওয়ার্ডের কমিটি বাতিল করতে উত্তর বিএনপির নেতাদের একাংশ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও চিঠি দিয়েছে। একইসঙ্গে এসব থানা এবং ওয়ার্ডের কমিটির জন্য নতুন একটি তালিকাও তারা মির্জা ফখরুলকে দিয়েছেন।  

রবিবার (১৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  ৬৫ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির মধ্যে ৩২ জন গিয়ে এই চিঠি দেন। তবে ওই সময় কার্যালয়ে বিএনপির মহাসচিবকে না পেয়ে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কাছে চিঠি হস্তান্তর করেছেন মহানগরের নেতারা। এর আগে গত ১৮ জুন বিএনপির মহাসচিবের উত্তরার বাসায় নগরের নেতারা সাক্ষাৎ করে কমিটিগুলোর নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে তাইফুল ইসলাম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কাছে একটি চিঠি দিয়ে গেছে। তবে কিসের চিঠি আমি দেখিনি। কারণ এটি মহাসচিবকে দেওয়া হয়েছে। আমি চিঠিটি মহাসচিবের ফাইলে রেখে দিয়েছি।’

প্রসঙ্গত, গত ৩ জুন রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানায় ১২১ সদস্যের পূর্ণাঙ্গ থানা কমিটি এবং ৫৮টি ওয়ার্ডে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি অনুমাদন দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এসব কমিটি অনুমোদন করেন।

এতে সংক্ষুব্ধ নেতারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের বিরুদ্ধে ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটি গঠনে স্বজনপ্রীতি, পদ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তারা বলেন, ‘সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র সহ- সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাদের পছন্দের লোকদের থানা ও ওয়ার্ড কমিটিতে পদ দিয়েছেন। এই চার নেতার পছন্দের বাইরে কমিটি গঠনে অন্য নেতাদের মতামত প্রাধান্য দেওয়া হয়নি। বিগত দিনের আন্দোলনে নির্যাতিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে কমিটিগুলোতে। এসব কমিটিতে নেতাদের দেহরক্ষী, মাদক ‘ব্যবসায়ী’, সরকারি চাকরিজীবী ও দলে নিষ্ক্রিয়দের পদ দেওয়া হয়েছে। তাই এসব কমিটি বাতিল করে নতুন করে আবারও কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে।’

বিদ্রোহী নেতারা বলেন, এত দিনেও দলের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ না নেওয়ায় মহাসচিবের কাছে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছে। শুধু মহাসচিব নয়, গত এক মাসে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতার কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি।’  

উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এর আগে গত ১৮ জুন মহাসচিবের সঙ্গে তার বাসায় দেখা করেছি। তখন কমিটি গঠনের অনিয়মগুলো তার কাছে তুলে ধরেছি। তিনি আমাদের সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এত দিনে সমাধান না হওয়ায় আজকে আবার চিঠি দিয়েছি।’ তিনি আরও বলেন, আজকে আমরা নয়াপল্টন গিয়েছিলাম। কিন্তু মহাসচিবকে না পেয়ে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কাছে চিঠি দিয়ে এসেছি। চিঠি সঙ্গে আমরা এসব থানা এবং ওয়ার্ডের জন্য নতুন একটি কমিটির তালিকা দিয়েছি।  

 

 

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা