X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তফ্রন্টে মতপার্থক্য

সালমান তারেক শাকিল
২০ জুলাই ২০১৮, ০১:০০আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৫:৩৯

যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে যুক্ত করা নিয়ে চারদলীয় যুক্তফ্রন্টে মতপার্থক্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রায় দুই ঘন্টার বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর এ সংক্রান্ত প্রস্তাবকে কেন্দ্র করে মতদ্বৈধতা শুরু হয়েছে। কাদের সিদ্দিকীর প্রস্তাব, ড. কামাল হোসেনকে আমন্ত্রণ জানিয়ে জোটে অন্তর্ভুক্ত করা হোক। যদিও এই প্রস্তাবে ইতিবাচক কোনও সাড়া দেয়নি জোটের বাকি দলগুলোর নেতারা। আর এ নিয়ে শুক্রবার বিকালে নিজের অবস্থান ব্যক্ত করার কথা জানিয়েছেন কাদের সিদ্দিকী।

যুক্তফ্রন্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় বিকল্পধারা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা চলা এই বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও কৃষক, শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) সভাপতি আসম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি-রব সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার মহাসচিব মাহী বি চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ড. কামাল হোসেনকে জোটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তার আহ্বানের পর যুক্তফ্রন্টের বাকি নেতারা কেন ড. কামাল হোসেনকে আমন্ত্রণ জানানো হবে না তা বুঝিয়ে বলেন। তাদের যুক্তি ছিল, যুক্তফ্রন্ট করার আগে-পরে এ বিষয়ে খ্যাতনামা এই আইনজীবীকে জানানো হলেও তিনি সাড়া দেননি। পাল্টা তিনি ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র উদ্যোগ নিয়েছেন। যুক্তফ্রন্টের দুয়েকজন নেতাকে কেন্দ্র করে ড. কামাল হোসেন এতে যোগ দেননি।

বৈঠক প্রসঙ্গে মাহী বি চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ‘শুক্রবার সকাল ১০টায় যুক্তফ্রন্টের বৈঠক নিয়ে মাহমুদুর রহমান মান্না ও তিনি সংবাদ সম্মেলন করবেন। গুলশান ২-এর ১০২ নাম্বার রোডে মাহমুদুর রহমান মান্নার ১৯ নাম্বার বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

বৈঠকে উপস্থিত আবদুল মালেক রতন বলেন, ‘কাদের সিদ্দিকী সাহেব বলেছেন ড. কামাল হোসেনসহ অন্যরা এলে ভালো হবে। আমরা বলেছি, যুক্তফ্রন্ট আছে, এর চেয়ারম্যান আছেন। তিনি এলে তাকে প্রাপ্ত সম্মান দেওয়া হবে।’
বৈঠক সূত্র জানায়, বৈঠকে কাদের সিদ্দিকী জানিয়েছেন, ড. কামাল হোসেন ছাড়া যুক্তফ্রন্টে তিনি তার মনমতো কাজ করতে পারবেন না। জোটের অন্য আরেকটি সূত্র বলছে, কাদের সিদ্দিকী জানিয়েছেন শুক্রবার তিনি নিজের অবস্থান ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাবে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
যুক্তফ্রন্টের শীর্ষ পর্যায়ের দুই নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নতুন করে ড. কামাল হোসেনকে যুক্তফ্রন্টে যুক্ত করতে কোনও উদ্যোগ তারা নেবেন না। এক্ষেত্রে ড. কামাল নিজে থেকে যুক্ত হলে তাকে সাদরে গ্রহণ করা হবে- এমন তথ্যও দিলেন এই দুই নেতা। সেক্ষেত্রে কাদের সিদ্দিকী কি জোট ছাড়ছেন? এমন প্রশ্নের উত্তরে ওই দুই নেতার ভাষ্য, তিনি জোটে নিষ্ক্রিয়ই ছিলেন। এখন যদি না আসেন, তাহলে যুক্তফ্রন্টের কিছু করার নেই। তবে অন্য এক নেতা ভিন্ন কোনও কারণ খুঁজছেন।

অবশ্য এ বিষয়ে কথা বলতে কাদের সিদ্দিকীকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বৈঠক সূত্র জানায়, যুক্তফ্রন্টের বৈঠকে আগামী কয়েকদিনে থাকা সমাবেশ কর্মসূচিগুলো সফল করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে শুক্রবার সাভার এবং পরবর্তীতে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিরাজগঞ্জে সমাবেশ হওয়ার কথা জানিয়েছেন জেএসডি-রব’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। বৈঠকে ঈদের পর যুক্তফ্রন্ট কীভাবে কর্মসূচি নিয়ে সামনে আসবে, তা নিয়েও আলোচনা উঠেছে।

উল্লেখ্য, দেশের প্রবীণ দুই রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন গত ৯ মে শিরোনামহীন একটি খসড়ায় স্বাক্ষর করেছেন। ওই খসড়ায় তারা ‘সুষ্ঠু, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হন’। এর আগে ২০১২ সালে একবার, পরের বছর আরেকবার ও ২০১৭ সালে দুবার জাতীয় ঐক্যের ডাক দেন বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা