X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গণসংবর্ধনায় অনাকাঙ্ক্ষিত নাগরিক দুর্ভোগে কাদেরের দুঃখপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৯:২৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:২০





ওবায়দুল কাদের

 

দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি এই গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনও নাগরিক অনাকাঙ্ক্ষিতভাবে কষ্ট ও বিড়ম্বনার সম্মুখীন হয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার (২২ জুলাই) এক বিবৃতিতে ওবায়দুল কাদের গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করায় অংশগ্রহণকারী সব নাগরিক, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংস্কৃতি কর্মী, দেশের সব শ্রেণি-পেশার সম্মানিত অতিথি, শিক্ষক, লেখক, কবি, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ঢাকা মহানগরবাসীকে ধন্যবাদ জানান। তবে অনুষ্ঠানকে ঘিরে কোনও নাগরিক অনাকাঙ্ক্ষিত কষ্ট ও বিড়ম্বনার শিকার হয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, সুদূরপ্রসারী পরিকল্পনা ও সুদৃঢ় নেতৃত্বে একসময়ের সমস্যাসঙ্কুল অনগ্রসর বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। অপার সম্ভাবনার দ্যুতি নিয়ে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সৃষ্টি হয়েছে বিশ্বজয়ের অবারিত সম্ভাবনা। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক অবদানকে স্মরণ করে সংবর্ধনা অনুষ্ঠানে গণমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রস্ফুটিত হয়েছে তারই প্রতিচ্ছবি। স্লোগানে স্লোগানে উচ্চারিত হয়েছে বঙ্গবন্ধু-কন্যার প্রতি অপরিসীম ভালোবাসা আর অশেষ কৃতজ্ঞতা।’
দল ও সহযোগী সংগঠনের দক্ষতা ও শৃঙ্খলার কারণে গণসংবর্ধনা অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুচারুভাবে শেষ হয়েছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, ‘লাখ লাখ মানুষের সমাবেশের ফলে যাতে নাগরিক দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আওয়ামী লীগ সাপ্তাহিক ছুটির দিন গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এরপরও কোনও নাগরিক অনাকাঙ্ক্ষিত কষ্ট ও বিড়ম্বনার সম্মুখীন হলে সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

/ইএইচএস/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা