X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনে জেতার জন্য বিএনপিকে কারও ওপর নির্ভর করতে হয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ১৭:৩৯আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৮:৪৯





বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে নির্বাচনে জেতা বা না জেতার জন্য কারও ওপর নির্ভর করতে হয় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একাই অংশ নিয়েছিল এবং সরকার গঠন করেছিল। সুতরাং বিএনপিকে নির্বাচনে জেতার জন্য কারও ওপর নির্ভর করতে হয় না। বিএনপি নিজেই নির্বাচনে জেতার ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ।’ বিএনপি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সমর্থন ছাড়া জিততে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুক্রবার (২৭ জুলাই) রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ঐক্য গড়েছি বৃহত্তর স্বার্থে। এই দানব সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই ঐক্য করেছি। সবকিছু ধ্বংস করে দিয়ে একটা পশুশক্তি আমাদের বুকের ওপর চেপে বসেছে। এই ভয়াবহ সরকারকে সরানোর জন্যই এই জাতীয় ঐক্য। নির্বাচন দ্বিতীয় এবং তৃতীয় বিষয়।’

বিএনপি ইচ্ছা পোষণ করলে সংলাপে বসা যেতে পারে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বহুবার আলোচনার জন্য বলেছি এবং আহ্বান করেছি। আজকে আপনাদের মাধ্যমে আবারও আহ্বান করছি। আসেন আমরা কথা বলি। কোথায় বসবেন? কি করবেন? বলেন। আমরা সবসময় প্রস্তুত আছি।’ আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে ফোন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ফোন করলে আমরা ফোন করবো।’

বর্তমান নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, ‘তারা নির্বাচনকে তামাশা ও চূড়ান্ত তামাশায় পরিণত করেছে। রাজশাহী, সিলেট ও বরিশাল এই তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা জাতিকে বায়োস্কোপ দেখাচ্ছে।’ বর্তমান নির্বাচন কমিশন উচ্ছিষ্টভোগী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি জানি আমার এ কথায় তারা মর্মাহত হবেন। গতকালও আমি তিন সিটির নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, আমরা চেষ্টা করছি। তার কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি, আপনাদের কাজ তো চেষ্টা করা নয়। চেষ্টা করার জন্য আপনাদের রাখা হয়নি। সাংবিধানিকভাবে আপনাদের যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তা প্রয়োগ করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা আপনাদের দায়িত্ব।’
নির্বাচন কমিশনকে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, না হয় দয়া করে পদত্যাগ করে জাতিকে রক্ষা করুন। যে নির্বাচন কমিশন একজন পুলিশের ওসি বা এসপিকে সরাতে পারে না তাদের জাতীয় নির্বাচন সুষ্ঠু করার কোনও যোগ্যতা নেই। এই কমিশনের জাতীয় নির্বাচন সুষ্ঠু করার কোনও যোগ্যতা নেই।’
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তিনি বলেন, ‘মন্ত্রীর পদমর্যাদায় আবুল হাসনাত আব্দুল্লাহ তার ছেলে সাদেক আব্দুল্লাহকে নির্বাচনে বিজয়ী করার জন্য মন্ত্রীর মর্যাদা প্রশাসনের ওপর ব্যবহার করছেন। বরিশালে বাইরে থেকে লোক এনে জড়ো করা হচ্ছে নির্বাচনের জন্য।’

/এএইচআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া