X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩ সিটি নির্বাচনে খুলনা-গাজীপুরের মডেল প্রয়োগ হচ্ছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ১৪:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:৩২

আলোচনা সভায় খন্দকার মোশাররফ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে খুলনা- গাজীপুরের মডেল প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘খুলনা ও গাজীপুরের সিটি নির্বাচনে কী হয়েছে আপনারা দেখেছেন। নির্বাচনের আগের দিন থেকে নির্বাচন শুরু হওয়ার পর আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের আত্মীয়-স্বজনকে হুমকি দেওয়া হয়েছে যে নির্বাচনের দিন দেখা গেলে গ্রেফতার করা হবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিধি নিষেধ জারি করলো যে নির্বাচনের সময় গ্রেফতার করা যাবে না। এরপর কী দেখা গেল, খুলনা ও গাজীপুর থেকে গ্রেফতার করেও তাদের অন্য জায়গায় গ্রেফতার দেখানো হলো। ৩০ তারিখ যে তিন সিটিতে নির্বাচন হবে সেখানেও একই চিত্র দেখা যাচ্ছে। আজকের পত্রিকাতেও দেখতে পারবেন তিন সিটিতে আমাদের নেতাকর্মীদের কীভাবে গণগ্রেফতার করা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন বলেছে, গ্রেফতার করা যাবে না। নির্বাচন কমিশনকে, উচ্চ আদালতকে কাউকে তোয়াক্কা করছে না। পুলিশের এসপি ও কমিশনার রিপোর্ট দিয়ে দিচ্ছে যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। একইভাবে আমাদের এজেন্টদের ভয়-ভীতি দেখিয়ে ঘর ছাড়া করা হচ্ছে। নির্বাচনের দিন এজেন্টদেরকে আর খুঁজে পাবে না প্রার্থীরা। যার ফলে দেখা যাবে, ভোটের আগের রাতেই নিজেদের মতো করে সিল মেরে দিচ্ছে। খুলনা ও গাজীপুরে একই ঘটনা ঘটেছিল।  তিন সিটির নির্বাচনেও তারা এ কাজটি করবে।’

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে কীভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচনে যদি সরকারি দল ছাড়া আর কেউ অংশগ্রহণ না করে তাহলে তো আর অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এই সরকার পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে এই ভোট ছিনতাই করতে চাচ্ছে। ডাকাতি করে ভোট নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। এই তিন নির্বাচনে আমরা দেখতে চাই যেন জনগণ নিজের হাতে ভোট দিতে পারে। আমরা মনে করি জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একদিন রাস্তায় নামবে। আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে রাস্তায় নামবো।’

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’