X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন অসহায় ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১৪:৪৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৫:০৮

বিএনপির নয়া পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী (ফাইল ছবি) নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন ক্ষমতা প্রয়োগ না করে সরকারি হুকুমের ভয়ে অসহায়, নীরব-নিশ্চল ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘একের পর এক নির্বাচনে ক্ষমতাসীনদের তল্পি বহন করছে নির্বাচন কমিশন। ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ঘরছাড়া করা, নির্বাচনি এলাকা ভোটারশূন্য করা কোনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়।’ রবিবার (২৯ জুলাই) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনও আলামত এখনও পর্যন্ত নেই, তবু শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে মাঠে থাকবে ধানের শীষের প্রার্থী। শাসক দল আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্বাচন নিয়ে যে তামাশা করছে তার জবাব তো নির্বাচন কমিশনকেই দিতে হবে।’ তিন সিটি নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি যে খাতে প্রবাহিত হবে তা প্রতিহত করার ক্ষমতা সরকারের থাকবে না বলেও দাবি করেন রিজভী।

এই বিএনপি নেতা বলেন, ‘জনগণ আর হাত গুটিয়ে চুপ করে বসে থাকবে না। সাইরেন বাজতে থাকবে সরকারের পতন না হওয়া পর্যন্ত। মানুষের ক্ষোভের উত্তাল প্রশ্নে নির্বাচন কমিশনকেও জবাবদিহি করতে হবে।’

সিলেট সিটির ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাককে শনিবার (২৮ জুলাই) রাতে পুলিশ গ্রেফতার করেছে বলেও এ সময় অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘এর ৫ দিন আগে তার ছেলে রুমান রাজ্জাককেও পুলিশ আটক করে। সেখানে মিথ্যা ও বানোয়াট মামলায় ৮০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ক্ষমতাসীনরা পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হুমকি দিচ্ছে। এর উদ্দেশ্য নৌকা মার্কার প্রার্থীকে একতরফা বিজয়ী করা। স্থানীয় প্রশাসন নগ্নভাবে নৌকা মার্কার পক্ষে মাঠে নেমেছে। রাজশাহীতে নৌকা মার্কার অনুকূলে একতরফা ভোট করার জন্য পুলিশ ও প্রশাসন যৌথভাবে বিবেকশূন্য অনাচারে লিপ্ত রয়েছে।’

‘রাজশাহীতে আওয়ামী সশস্ত্র ক্যাডারদেরই জয়জয়কার। পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করে আশপাশের জেলা-উপজেলায় পাঠিয়ে দিচ্ছে। সেখানে পোলিং এজেন্টদের নামে নতুন মামলায় আসামি করে জেলে পাঠাচ্ছে’- বলেন রিজভী।

বরিশাল সিটি নির্বাচনও আওয়ামী ক্যাডারদের দখলে অভিযোগ করে রিজভী বলেন, ‘বিভিন্ন উপজেলা থেকে বহিরাগত ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গোটা সিটি এলাকায় তাণ্ডব চালাচ্ছেন। পুলিশ-র‌্যাবের ছত্রছায়ায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের সমাধি রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং দেশে সুষ্ঠু নির্বাচন এখন স্বপ্নালোকে বিরাজ করছে।’

/এএইচআর/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন