X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতের নোংরা রাজনীতি এখনও অব্যাহত রয়েছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৮:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৩৭

ঘরোয়া এক সভায় সমাজকল্যাণমন্ত্রী বিএনপি-জামায়াতের নোংরা রাজনীতি এখনও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকালে মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন থানার আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বঙ্গবন্ধু একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন।জিয়া কেবল সংবিধান থেকেই ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেন নাই, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে জামায়াতের রাজনীতিকে তিনি এদেশে পাকাপোক্ত করেছেন। আর বেগম জিয়া সেই জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধু হত্যার পেছনেও এই রাজনৈতিক অপশক্তি কাজ করেছে। এই বিষবৃক্ষকে রাষ্ট্র ও সমাজ থেকে সমূলে উৎপাটিত করতে হবে। জাতীয় শোক দিবসে এটাই সবার লক্ষ্য হতে হবে।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেরা কোনও আন্দোলন গড়ে তুলতে না পেরে এখন ছাত্র-কিশোরদের ওপর ভর করে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার খেলায় মেতে উঠেছিল। জামায়াত এজন্য বিভিন্ন জেলা থেকে শিবির কর্মীদের ঢাকায় এনে জড়ো করেছিল। তাদের অপপ্রচেষ্টা এবারও ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে তারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা আরও করবে। শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীদের সংগঠিত থাকতে হবে। জনগণের কাছে বিএনপি জামায়াতের হত্যাকাণ্ড ও অভ্যুত্থানের রাজনীতিকে তুলে ধরতে হবে। জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে হবে।’

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় মতিঝিল থানার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,শাহজাহানপুর থানার সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার হৃদয়,পল্টন থানার সভাপতি এনামুল হক আবুল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮,৯,১০,১১,১২,১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা আলোচনায় অংশ নেন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী