X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘জেলে থেকে নির্বাচন করলে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৬:২৩আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:১৯





গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে নেওয়ার দিন সরকার যতটা ভয়ে ছিল, এখন তার চেয়েও বেশি ভয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি দুজন। একজন খালেদা জিয়া আর একজন শেখ হাসিনা। এরমধ্যে একজন প্রধানমন্ত্রী পদে থেকে নির্বাচন করবেন, আর একজন জেলে থেকে নির্বাচন করবেন—এটাকে তো লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না। একজন এমপি থেকে নির্বাচন করবেন আর আমরা এমপি না থেকে নির্বাচন করবো সেটাও লেভেল প্লেয়িং ফিল্ড নয়। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু নির্বাচনের নামে কোনও খেলায় অংশ নিতে চাই না।’

সোমবার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আন্তর্জাতিক সমাজকর্মী বেগম মেহরুন্নেছাসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এই গোলটেবিলের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘খালদা জিয়াকে ছেড়ে দিলে কী হয়, এই ভয়ে জামিনযোগ্য মামলায়ও তাকে জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশে যদি আজ সত্যিকারের নির্বাচিত সরকার থাকতো, তাহলে জনগণের কাছে জবাবদিহি দিতে হতো। এই সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই, যা ইচ্ছা তাই করছে। তাদের জবাবদিহি করতে হয় না, কারণ বর্তমান সরকার এমন একটি সংসদ গঠন করেছে যে সংসদের বিরোধী দলের প্রধান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং সেই দলের তিনজন সরকারি দলের মন্ত্রী। এরা সারা দিন সরকারি অফিস করে সংসদে গিয়ে বিরোধীদলীয় আসনে বসে। বিরোধী দলের আসনে বসে সরকারি বিল পাস করে। পৃথিবীর কোথাও এমন হাস্যকর সংসদ নেই, যা বাংলাদেশে চলছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকারকে সরিয়ে আমরা দেশ শাসন করতে চাই, এটাও গোপন কথা না। সুতরাং আমরা কোনও ষড়যন্ত্রও করি না। আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। এর কোনও বিকল্প নেই। সেই আন্দোলনও সফল হবে। খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

/এসও/এনআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা