X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ০৪:৩৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৪:৩৬

মোহাম্মদ নাসিম (পুরনো ছবি) নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ষড়যন্ত্র হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এ ধরণের ষড়যন্ত্রকারী, বিষধর সাপদের কোনো ছাড় দেওয়া হবে না। এদেরকে ছাড় দিলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, নিজেদের অস্তিত্ব ধ্বংস হবে। এইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
মঙ্গলবার (১৪ আগস্ট) জাতির পিতার ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্যে এসব কথা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম-এর আন্দোলনের সময় বিএনপি নেত্রী ষড়যন্ত্র করেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার জন্য জনগণকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে। কোনও কোনও অভিনেত্রী, মডেল, কোনও কোনও অধ্যাপকও অপপ্রচার করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। গত ১০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে অনেক কিছু দিয়েছেন। এবার দেশবাসীর দেওয়ার পালা। আর তা হলো আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাস করে কোনও লাভ নেই। এতে ষড়যন্ত্রকারী আরও সুযোগ পায়। আগামী নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মেডিক্যাল শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হবে এবং গণমানুষের জন্য আরো উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ বিশ্ববিদ্যালয়কে সকল দিক দিয়ে বিশ্ব মানে উন্নীত করতে হবে।

তিনি শোক দিবসের দিন চিকিৎসকদের তাঁদের ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচী বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ১৫ আগস্ট বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানসহ এই প্রথমবারের মতো বিনামূল্যে সকল ল্যাবরেটরি ইনভেস্টিগেশন প্রদানের মহতী কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

/টিওয়াই/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি