X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরামর্শ দিলেও কেন্দ্র থেকে নির্দেশনা পায়নি বিএনপির তৃণমূল

আদিত্য রিমন
১৬ আগস্ট ২০১৮, ২৩:৪২আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৩:০৫



পরামর্শ দিলেও কেন্দ্র থেকে নির্দেশনা পায়নি বিএনপির তৃণমূল দলের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে গত ৩ ও ৪ আগস্ট বিএনপির হাইকমান্ড ৮৪টি সাংগঠনিক জেলার নেতার পরামর্শ নিয়েছে। ওই বৈঠকগুলোয় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার, দলীয় কোন্দল নিরসন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়াসহ একগুচ্ছ পরামর্শ দিয়েছে তৃণমূল নেতারা। তবে এখন পর্যন্ত দলের হাইকমান্ড কাছে থেকে কোনও নির্দেশনা যায়নি তৃণমূল নেতাদের কাছে।
এই প্রসঙ্গে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘বিএনপির হাইকমান্ডের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে বেশকিছু পরামর্শ দিয়েছি। তখন আমাদের বলা হয়েছিল, তৃণমূল নেতাদের এসব পরামর্শ নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে আগামী দিনের করণীয় ঠিক করবেন। এরপর তা চূড়ান্ত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ নিয়ে আমাদের জানাবেন। কিন্তু এখনপর্যন্ত কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত বা মৌখিক কোনও ধরনের নির্দেশনা পাইনি আমরা।’ তিনি আরও বলেন, ‘দলের হাইকমান্ড থেকে সরাসরি কোনও নির্দেশনা না ফেলেও বিভিন্ন পত্রিকায় দেখেছি যে, সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রায় একই কথা বলেছেন রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের হাইকমান্ডের বৈঠকে বলেছি, খালেদা জিয়াকে ছাড়া বিএনপির আগামী নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে না। ফলে তাকে মুক্ত করতে কঠোর আন্দোলনে যেতে হবে। তবে এখনপর্যন্ত দলের হাইকমান্ড থেকে ভবিষ্যতের আন্দোলন বা সংসদ নির্বাচন নিয়ে আমাদের কোনও দিক-নির্দেশনা পায়নি।’
এদিকে, বিএনপির নীতি-নির্ধারকদের পক্ষ থেকে বলা হচ্ছে—তৃণমূল নেতাদের দেওয়া পরামর্শগুলো নিয়ে দলের স্থায়ী কমিটির নেতারা কয়েক দফা বৈঠক করেছেন। সেখানে আগামী দিনের আন্দোলন ও নির্বাচন প্রসঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সময়মতো তা তৃণমূলকে জানানো হবে। যখন যেটি বাস্তবায়ন করতে হবে, তার দিক-নির্দেশনা দেওয়া হবে জেলার নেতাদের।
এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৃণমূলের নেতাদের বৈঠকে তাদের দেওয়া পরামর্শগুলো আমরা নোট নিয়েছি। পরে সেগুলো নিয়ে দলের সিনিয়র নেতারা বৈঠক করে পর্যালোচনা করেছি। এখন সময়মতো দলের আগামী দিনের সিদ্ধান্তের কথা জেলার নেতাদের জানিয়ে দেওয়া হবে।’
এদিকে, বিএনপির তৃণমূল নেতারা মনে করেন, আগামী দিনের সরকারবিরোধী আন্দোলন সফল করতে হলে আগে ঢাকায় কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির আন্দোলন যেভাবে ব্যর্থ হয়েছে, এবারও সেভাবে ব্যর্থ হবে। এ কারণে নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্ত করা, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মানাতে সরকারকে বাধ্য করতে হলে ঢাকায় আন্দোলন সফল করতে হবে।
জানতে চাইলে খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও আন্দোলনের কোনও নির্দেশনা আমরা পাইনি। কিন্তু আগামী দিনের আন্দোলন সফলতা পাওয়াসহ বিএনপির দাবিগুলো সরকারকে মানাতে বাধ্য করতে হলে ঢাকার নেতাদের কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ঢাকায় গিয়ে নেতাদের তা বলে এসেছি। ঢাকায় কঠোর আন্দোলন গড়ে তুলতে পারলে জেলাগুলোয় এমনিতে আন্দোলন সফল হবে। তবে আমরা সাংগঠনিক শক্তি অনুযায়ী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আগামীতে ঢাকায় শতভাগ আন্দোলন গড়ে তুলতে পারলে আন্দোলন দৃশ্যমান হবে। না হলে তৃণমূলে আন্দোলন করে কোনও লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ, ২০১৪ সালের নির্বাচনের আগে জেলাগুলো আন্দোলন সফল হলেও ঢাকায় কঠোর আন্দোলন গড়ে তুলতে না পারায় এর সফলতা বিএনপির ঘরে ওঠেনি।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!