X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘রাজনীতির দাবা খেলায় সরকার আটকে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৪:১৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৫:৫৭

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান রাজনীতির দাবা খেলায় সরকার আটকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘‘সরকার এখন এমন অবস্থায় আছে যে তারা সামনেও এগুতে পারছে না, আবার পেছনেও যেতে পারছে না। এই ‘ডেডলক’ থেকে, ‘স্টেলমেট’ থেকে সরকার বের হতে পারবে না।’’

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

দেশকে রাজনীতির অচল অবস্থা থেকে মুক্ত করতে গেলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে উল্লেখ করে মঈন খান বলেন, ‘তাকে মুক্তি দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বাধা কোথায়? ২০১৪ সালের একতরফা নির্বাচন দিয়ে সরকার কি পেরেছে সংকট সমাধান করতে? পারেনি। আজকেও যদি তারা আবারও একতরফা নির্বাচন করতে চায়, তাহলেও এই সংকটের সমাধান হবে না। একদলীয় নির্বাচন এই দেশের রাজনৈতিক সমস্যার সমাধান নয়। এটা বিএনপিকে বুঝলে হবে না, দেশের মানুষ বুঝলে হবে না। এটা সরকারকে আগে বুঝতে হবে।’

সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কখনও সংবিধানের দোহাই দিয়ে জনগণকে দাসত্ব করানো যাবে না। মানুষের প্রয়োজনে আমরা সংবিধান তৈরি করি, মানুষের প্রয়োজনে সংবিধান লঙ্ঘন করে আবার নতুন করে সংবিধান প্রণয়ন করি। এর ইতিহাস শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে আছে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহ, সাবিরা নাজমুল, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

/এসও/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!