X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করলে কি ভুল হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ২১:২১আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২১:৩৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো) ‘শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য এবার দেশকে স্বাধীন করুন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল নয়? ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করলে কি ভুল হবে? এ ধরনের কথা বলার পরও এখনও আপনি আটক হননি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কোন স্বাধীনতা?’
শুক্রবার সন্ধ্যায় গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশে এ বক্তব্য দেন তিনি। নিরাপদ বাংলাদেশের জন্য আবার দেশকে স্বাধীন করার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পাকিস্তানে ইমরান সরকার এসেছে, মহাখুশি, না? মহাখুশি আপনারা। ফখরুল ইসলাম আলমগীর সাহেব, অচিরেই টের পাবেন কত ধানে কত চাল।’
সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গোপন বৈঠক চলছে, দেশে-বিদেশে, ব্যাংককে বসে বৈঠক চলছে। গত সাতদিনে কারা ঘনঘন যাতায়াত করছে, সেই খবর আমরা জানি। ব্যাংককে এখন ঘাঁটি করেছে। কারা কারা আসছেন, কারা যাচ্ছেন, কী কী কথা হচ্ছে মনে করেছেন আমরা জানি না। আমি পরিষ্কারভাবে বলতে চাই-ঢাকা অচল হবে না। বাংলাদেশ অচল করা যাবে না, বিএনপি অচল হয়ে যাবে। বিএনপি অচল হওয়ার সব উপাদান তারা যুক্ত করে ফেলেছে।’
এক-এগারো নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘এক-এগারো’র কথা বলেন, আমরা নাকি সেই ওয়ান-ইলেভেনের কথা বলছি। আলমগীর সাহেব, এক-এগারো’র পরিস্থিতি সৃষ্টি করার সব ধরনের ষড়যন্ত্র করছেন। খোঁজখবর আমরা নিচ্ছি। তবে এই কথা বলে রাখি বাংলাদেশে আর এক-এগারো’র পরিস্থিতি সৃষ্টি হবে না। জনগণ আপনাদের সব ধরনের চেষ্টা ব্যর্থ করে দেবে। এই ষড়যন্ত্র সফল হবে না।’
বিএনপির মুখের বিষ উগ্র হয়েছে দাবি করে কাদের বলেন, ‘বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন, বড় বড় কথা বলছেন। আসলে ব্যাপারটা হচ্ছে, শরৎ বাবুর উপন্যাসে পড়েছিলাম মানুষের শক্তি যখন কমে আসে তখন মানুষের মুখের বিষ উগ্র হয়। মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মনের জোর কমে যায়, গলার জোর বেড়ে যায়। বিএনপির অবস্থা কি তাই নয়? শক্তি যখন কমে আসছে তখন বিএনপির গলার জোর বেড়ে গেছে। কথা বলতে বলতে লাগামছাড়া হয়ে গেছে। প্রধানমন্ত্রীকেও আক্রমণ করে কথা বলছে।’
বিএনপি যতদিন আছে দেশে অশান্তির আগুন জ্বালাবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আবার বলে (বিএনপি) বুকের ওপর দানব সরকার, আমরা বলি বিএনপি নামক সাম্প্রদায়িক দানব পার্টি বাংলাদেশে যতদিন থাকবে এখানে অশান্তি দূর হবে না। দানব পার্টি যতদিন আছে দেশে অশান্তির আগুন জ্বালাবে। আগামী নির্বাচনে এই দানবীয় পার্টির হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে অপসারণ করতে হবে’ বিএনপি ও তার সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
কয়েকটি মিডিয়াতে সরকারবিরোধী আন্দোলন চলছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কারা কারা পেছন থেকে ষড়যন্ত্রের বাতাস দিচ্ছে আমরা জানি। এই বাতাস দেওয়া বন্ধ করুন। বিএনপি মাঠে না থাকলেও দু-একটা মিডিয়ার মধ্যে এই আন্দোলন আছে। টার্গেট হাসিনা সরকারকে উৎখাত করা।’
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

/পিএইচসি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!