X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি’

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ২২:২৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৫:৪১

মৌলভীবাজারে সমাবেশে কথা বলছেন আনিসুল ইসলাম মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। ক্ষমতায় যেতে হলে একমাত্র নির্বাচনের মাধ্যমেই যেতে হবে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন করবেন এবং ৩০০ আসনে প্রার্থী দিবেন।’ বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে মৌলভীবাজারে পৌর মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা এবার প্রথম নির্বাচন করছি তা নয়। এরশাদ সাহেব যখন জেলে ছিলেন তখনও নির্বাচন করেছি। আজকে একটা দলের প্রধান জেলে আছেন, তারা নির্বাচন করবে কিনা জানি না। কিন্তু আমাদের পার্টির প্রধান যখন জেলে ছিলেন তিনি জেল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছিলেন। ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। এর জন্য যা প্রয়োজন তা জাতীয় পার্টি করবে।’

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু, মশিউর রহমান রাঙ্গা (এমপি), সুনিল শুভ রায়, এসএম ফয়সল চিশতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এরশাদ মামলা-হামলা অতিক্রম করেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে মৌলভীবাজারে জাতীয় পার্টিকে বিজয়ী করতে আমাদের কাজ করতে হবে ।’

মৌলভীবাজারে সমাবেশে কথা বলছেন এ.বি.এম রুহুল আমিন হাওলাদার পার্টির চেয়ারম্যানের বরাত দিয়ে তিনি বলেন, ‘তোমরা নির্বাচনের জন্য প্রস্তুত হও, যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করে মৌলভীবাজারবাসীর মুখে হাসি ফোটাতে পারে।’

মহাসচিব আরও বলেন, ‘এরশাদের আমলে এখনকার মতো মামলা-হামলা ছিল না। অথচ মামলা-হামলায় পড়ে তার (এরশাদ) ২৭টি বছর চলে গেছে।’ এছাড়াও দেশে হত্যা, সন্ত্রাস বন্ধ করতে দলকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনে নতুন কমিটি দিয়ে নির্বাচন পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের পরামর্শের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে।’

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা