X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বিএনপির সাংগঠনিক অবস্থা-১

ঢাকায় আন্দোলন চায় রংপুর বিভাগ বিএনপি

আদিত্য রিমন
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০০

রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক অবস্থা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি আন্দোলন কিংবা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তেমন সাংগঠনিক প্রস্তুতি নেই রংপুর বিভাগে বিএনপির নয়টি সাংগঠনিক জেলায়। তারপরও এসব জেলার নেতারা বলছেন, খালেদা জিয়ার মুক্তিসহ অন্যান্য দাবিতে কেন্দ্র থেকে কর্মসূচি দিলে তা বাস্তবায়নে কাজ করবেন তারা। এক্ষেত্রে খালেদা জিয়ার কারামুক্তির জন্য ঢাকায় কঠোর আন্দোলনের ডাক দেওয়ার পক্ষে এই নেতারা। মাঠ পর্যায়ে দলটির সাংগঠনিক কাঠামোতে দুর্বলতার মূল কারণ জেলা-উপজেলা কমিটিগুলো হালনাগাদ না থাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর বিভাগের আওতাধীন পঞ্চগড় জেলা বিএনপির কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হয়ে গেলেও দলীয় কোন্দলে সেই কমিটি এখনও গঠন করা হয়নি। এছাড়া ইতোমধ্যেই মেয়াদ শেষ হয়েছে দুটি জেলা কমিটির। রংপুর বিভাগের বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রংপুর বিভাগের ৯ জেলার নেতারা বলছেন, কেন্দ্র থেকে নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত না দেওয়ায় দলগতভাবে নির্বাচনের কোনও প্রস্তুতি নেই। তবে যারা আগামী নির্বাচনে প্রার্থী হতে চান,তারা নিজ উদ্যোগে প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ দুই বছর। কিন্তু রংপুর বিভাগে বিএনপির নয়টি সাংগঠনিক জেলা মধ্যে দুটি জেলা কমিটির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। একটি জেলার কমিটি নেই গত ৪ বছর ধরে। এছাড়া ৩ জেলায় রয়েছে আহ্বায়ক ও আংশিক কমিটি।

এছাড়া এই বিভাগের অন্তর্গত ৫৮টি উপজেলা এবং ২৯টি পৌরসভার বেশিরভাগেই কোনও কমিটি নেই। কোথাও কোথাও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে বছরের পর বছর। 

৪ বছর ধরে কমিটি নেই পঞ্চগড় জেলা বিএনপির

গত ৪ বছর ধরে দুই পক্ষের দ্বন্দ্বে পঞ্চগড় জেলা বিএনপির কোনও কমিটি নেই। এখানে একটি পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। আরেক পক্ষের নেতৃত্বে পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম।

এই প্রসঙ্গে জেলার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হাসান প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলায় কোনও কমিটি নেই। গত ৪ বছর ধরে একবার আমাকে আহ্বায়ক করে চিঠি দেয় আবার তা স্থগিত করে। এভাবেই চলছে। আমাকে জেলার আহ্বায়ক করার পর সম্মেলনের প্রস্তুতিও চলছিল। হঠাৎ কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। দুই নেতার দ্বন্দ্বে জেলায় বিএনপির সাংগঠনিক অবস্থা তেমন একটা ভালো নয়।’ তিনি আরও বলেন, ‘এই জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভা আছে। এর কোনোটিতে এখন কমিটি নেই। কারণ, সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার কারণে এসব সাংগঠনিক ইউনিট কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল।’

দ্বন্দ্বের বিষয় জানতে চাইলে জমির উদ্দিন সরকার বলেন, ‘আমাদের দ্বন্দ্বের কারণে কমিটি আটকে আছে, এটা ঠিক নয়। বিভিন্ন কারণে কমিটি হয়ে উঠছে না।’

মেয়াদ শেষ দিনাজপুর জেলা বিএনপির কমিটির

২০১৬ সালের আগস্ট মাসে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় দিনাজপুর জেলা বিএনপির। বিএনপির জেলা কমিটির মেয়াদ দুই বছর। সেই হিসেবে গত মাসে এই কমিটি মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন করে সম্মেলনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি এই জেলায়।

দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক রেজওয়ানুল হক বলেন, ‘জেলায় বিএনপির ১২৯ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। কমিটির মেয়াদ তো মাত্র শেষ হয়েছে। আগামীতে সম্মেলন করে নতুন কমিটি দেওয়া হবে। তবে জেলার অন্তর্গত ২২টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৮ ইউনিটের কমিটি আগেও করা সম্ভব হয়নি।’

একবছরেও পূর্ণাঙ্গ হয়নি রংপুর জেলা বিএনপির কমিটি,মেয়াদোত্তীর্ণ ১১ সাংগঠনিক ইউনিটের

২০১৭ সালের ২৬ মেরংপুর জেলা বিএনপির ৩৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির মেয়াদ একবছরের বেশি হলেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি এখনও। এছাড়া জেলার ১১টি সাংগঠনিক ইউনিট কমিটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। রংপুর জেলার সাধারণ সম্পাদক রইচ আহমেদ বলেন, আমাদের জেলা কমিটি ৩৪ সদস্য বিশিষ্ট। তবে কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে। এই জেলার অধীনে ৯টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ ১১টি সাংগঠনিক ইউনিট আছে। তবে সব কয়টি ইউনিটির কমিটির মেয়াদ শেষ।

নেই রংপুর  মহানগর বিএনপির পূর্ণাঙ্গ  কমিটি, ৩৩ ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ

২০১৭ সালের ২৬ মে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল রংপুর  মহানগর বিএনপির। এরপর ১৫ মাস পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে জেলা নেতারা বলছেন, কেন্দ্রীয় বিএনপির কাছে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়া হলেও এখনও অনুমোদন দেওয়া হয়নি। 

এ বিষয়ে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, ‘জেলা কমিটি পূর্ণাঙ্গ করে দুই-তিন মাস আগে ঢাকা পাঠিয়েছি। কিন্তু এখনও অনুমোদন আসেনি। আর কৌশলগত কারণে ৩৩ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হচ্ছে না।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর মহানগরের এক নেতা বলেন, ‘নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কমিটি ঘোষণা হচ্ছে না।’     

মেয়াদ শেষ কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটির

২০১৫ সালের ৫ নভেম্বর ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কুড়িগ্রাম জেলা বিএনপির। সেই হিসেবে ২০১৭ সালের নভেম্বর মাসে এই কমিটির মেয়াদ শেষ হয়। তবে এখনও আগের কমিটি দিয়ে চলছে জেলা কমিটির কার্যক্রম। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলাম বলেন, ‘আমাদের জেলায় ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আছে। আমাদের জেলায় ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভার সব সাংগঠনিক ইউনিটে কমিটি আছে। বিভিন্ন কারণে জেলা সম্মেলন করা যাচ্ছে না। এই কারণে কমিটিও দেওয়া হয়নি।’    

২ সদস্যের আহ্বায়ক কমিটি লালমনিহরহাট বিএনপির

সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে লালমনিরহাট জেলা বিএনপির কমিটি। ২০১৭ সালের ২৫ মে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সভাপতি ও হাফিজুর রহমান বাবলা সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু এরপর ১১ মাস পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি লালমনিরহাট জেলার।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, ‘জেলার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটির সম্মেলন নিয়ে ব্যস্ত থাকার কারণে পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। তবে আমরা কয়েকদিন আগে পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদনের কেন্দ্রে পাঠিয়েছি।’ তিনি আরও বলেন, ‘৫টি উপজেলা ও ২টি পৌরসভাসহ ৭টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৫টি ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। অন্য ২টির আহ্বায়ক কমিটি রয়েছে।’

আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত ঠাকুরগাঁও বিএনপি

আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিজ এলাকা ঠাকুরগাঁও জেলা বিএনপি। এই জেলার নেতারা বলছেন, এখানে দলের সাংগঠনিক অবস্থা ভালো। তারা আগামীতে কঠোর আন্দোলন চান। কারণ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ পালন করে খালেদা জিয়ার মুক্ত করা সম্ভব নয়। এছাড়া আগামী নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে এই জেলার নেতাদের।     

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান বলেন, ‘সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয় সেই রকম কর্মসূচি চাই আমরা। আর সেটা যদি মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ দিয়ে হয় ভালো। আর না হলে অবরোধ, হরতালসহ যেকোনও কঠোর কর্মসূচিতে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘জেলায় ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আছে। জেলার আওতাধীন ৫টি উপজেলাও ৩টি পৌরসভার সব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।’

ঠাকুরগাঁও জেলাতে তিনটি সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তৈমুর রহমান বলেন, ‘আমাদের প্রস্তুতি রয়েছে। এখন কেন্দ্র সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা।’

অসহায় কর্মসূচি চায় না গাইবান্ধা জেলা বিএনপি

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি দিয়ে খালেদা জিয়ার মুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন গাইবান্ধা জেলা বিএনপির নেতারা। তাদের সরকারকে চাপে পেলে তার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন আদায় করতে হলে নিয়মতান্ত্রিক কঠোর কর্মসূচিতে যেতে হবে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক বলেন, ‘গত ৭ মাসের দেশনেত্রী কারাগারে আটকে রয়েছে। এই সময় মধ্যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে তাকে মুক্ত করা যায়নি। ফলে সরকারকে দাবি মানতে বাধ্য করতে হলে কঠোর আন্দোলনের বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘জেলায় ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। জেলার আওয়াতীন ৭টি উপজেলা ও ৩টি পৌরসভার মধ্যে ৭টিতে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। আর ১টি আহ্বায়ক কমিটি এবং ২ টিতে কোনও কমিটি নেই।’ 

রংপুর বিভাগের দায়িত্বে থাকা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘এই বিভাগের প্রায় সব সাংগঠনিক জেলায় কমিটি রয়েছে। তবে যেসব জায়গায় কমিটি নেই বা মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ঠিক করা হবে। আর বিভাগের সব জেলার নেতাকর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুত আছেন।’

/এএইচআর/ এমএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা