X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
বিএনপির সাংগঠনিক অবস্থা- ২

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার চিন্তা

আদিত্য রিমন
১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬

রাজশাহী বিভাগ বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় দলের সাংগঠনিক অবস্থা খুবই নাজুক। জেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে। একই অবস্থা রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা বিএনপিরও। নাটোর জেলার কমিটির মেয়াদ শেষ হয়েছে সাত বছর আগে। চার বছর আগে শেষ হয়েছে পাবনা জেলা কমিটির মেয়াদ। এছাড়া যেসব জায়গায় কমিটি রয়েছে সেখানে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। তবে সাংগঠনিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক জেলার বিএনপি নেতারা খালেদা জিয়াকে ছাড়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে। এ বিভাগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পাঁচ বছর আগে মেয়াদ শেষ বগুড়া জেলা বিএনপির

২০১১ সালের এপ্রিলে বগুড়ায় বিএনপির কমিটি হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ দুই বছর। সেই হিসেবে ২০১৩ সালের মার্চে এটির মেয়াদ শেষ হয়। কিন্তু এরপর আরও পাঁচ বছর পেরিয়ে গেলেও নতুন জেলা কমিটি হয়নি। যদিও এই জেলার নেতারা বলছেন, সরকারের নানান প্রতিবন্ধকতার কারণে নতুন করে সম্মেলনে করে কমিটি করার কোনও পরিবেশ নেই। ফলে নতুন কমিটি দেওয়া যাচ্ছে না।

জেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, ‘২০১১ সালের এপ্রিল মাসে জেলা কমিটি হয়েছে। আমাদের জেলা কমিটি ২০২ সদস্যের। তবে কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও সরকারের হামলা-মামলার কারণে নতুন সম্মেলন করে কমিটি করা যাচ্ছে না। একই কারণে জেলার আওতাধীন ১২টি উপজেলা, ১২টি পৌরসভার কমিটিরও মেয়াদ নেই। তবে জেলার নেতাকর্মীরা এত হামলা-মামলার পরও আন্দোলন করে যাচ্ছে।’ তবে তিনি স্বীকার করেন, সাংগঠনিক কিছুটা দুর্বলতা আছে।

খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচনে অংশ নিতে চায় না বগুড়া জেলা বিএনপি। জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘যেকোনও মূল্যে আন্দোলন করে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নিতে হবে।’

এক বছর ধরে আহ্বায়ক কমিটিতে চলছে জয়পুরহাট জেলা বিএনপি

বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি জয়পুরহাট জেলা বিএনপি। শুধু তা-ই নয়, জেলার আওতাধীন পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় বিএনপির কমিটি মেয়াদ শেষ। এই জেলার নেতারা বলছেন, জেলা সভাপতি মোজাহার আলীর মৃত্যু ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার কারণে কমিটি পূর্ণাঙ্গ করা ও এসব সাংগঠনিক ইউনিটের কমিটি দেওয়া যায়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ বলেন, ‘২০১৭ সালের ৩ মার্চ আমাদের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। পরে গত বছরের ডিসেম্বর মাসে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় বিএনপির কাছে পাঠানো হলেও তা অনুমোদন দেয়নি।’

আন্দোলন ও নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে না। কারণ, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না তা প্রমাণিত হয়েছে। ফলে আন্দোলনের মাধ্যমে দলীয় চেয়ারপারসনকে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করে নির্বাচনে অংশ নিতে হবে।’

দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি নওগাঁ জেলা বিএনপির

২০১৭ সালের ৬ জানুয়ারি ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় নওগাঁ জেলা বিএনপির। তবে এর দেড় বছরের বেশি সময় পারও হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি করেননি জেলার নেতারা। জেলার অন্তর্গত ১১টি উপজেলা ও চারটি পৌরসভা কমিটিরও মেয়াদ শেষ।

জেলা সভাপতি নাজমুল হক সনি বলেন, ‘আশা করছি এক মাসের মধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে পারবো। আর উপজেলা ও পৌরসভা কমিটি বিভিন্ন কারণে চাইলেও করা যায় না। এসব কমিটিতে সবাই নিজের পছন্দের লোককে পদ দিতে চায়।’

৭ বছর ধরে মেয়াদোত্তীর্ণ নাটোর জেলা বিএনপি কমিটি

২০০৯ সালে ১৫১ সদস্যের নাটোর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এই মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে সাত বছর ধরে চলছে জেলা বিএনপি। আর এ কারণে অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্থবির হয়ে আছে সাংগঠনিক কার্যক্রম। জেলার আওতাধীন সাতটি উপজেলা ও আট পৌরসভার কমিটিরও মেয়াদ শেষ।

জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বলেন, ‘কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও আমাদের মধ্যে কোনও মতানৈক্য নেই। সবাই মিলে কাজ করে যাচ্ছি। কেন্দ্রে থেকে নির্দেশ পেলেই আমরা সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করবো।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে এবং নির্বাচন সুষ্ঠু হলে নাটোরের চারটি আসনে বিএনপি জয়লাভ করবে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক নাটোর জেলা কমিটির এক নেতা বলেন, ‘নয় বছর ধরে একই ব্যক্তিরা সভাপতি ও সাধারণ সম্পাদক। তাহলে অন্যদের রাজনীতি করে লাভ কী? এ কারণে নেতাকর্মীদের মধ্যে হতাশা চলে আসছে। ফলে সাংগঠনিক কার্যক্রমে গতি নেই।’

রাজধানীতে আন্দোলন চায় চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

খালেদা জিয়ার মুক্তিসহ অন্যান্য দাবিতে আগামীতে রাজধানী ঢাকাতে আন্দোলন চায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। এই জেলার নেতারা বলছেন, জেলায় আন্দোলন করে খুব বেশি ফলাফল আসে না। ফলে আন্দোলনে সফলতা পেতে হলে ঢাকায় আন্দোলন গড়ে তুলতে হবে। আর ঢাকায় আন্দোলন হলে দেশবাসী সবাই দেখতে পাবেন। তখন তৃণমূল নেতাকর্মীরাও আন্দোলনের প্রতি উৎসাহী হবে।’

২০১৭ সালের মে মাসে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির। তবে জেলা কমিটির একাংশ নিষ্ক্রিয়। তাদের অভিযোগ, সভাপতি নিজের আইন ব্যবসা আর সাধারণ সম্পাদক অধিকাংশ সময় ঢাকায় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু। তিনি বলেন, ‘সব ধরনের সভা-সমাবেশে আমি থাকি। এটা মিথ্যা অভিযোগ। জেলার বেশিরভাগ নেতাকর্মীই সক্রিয় থাকে। তবে বিভিন্ন মামলার কারণে হয়তো কিছু নেতাকর্মী নিষ্ক্রিয় রয়েছে।’ এ জেলার আওতাধীন পাঁচ উপজেলা ও চার পৌরভার মধ্যে ২-৩টি ছাড়া সব জায়গায় বিএনপির কমিটি রয়েছে বলে জানান তিনি।

৪ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে পাবনা জেলা বিএনপি

২০১২ সালের ১২ জানুয়ারি কেএস মাহমুদকে সভাপতি ও হাবিবুর রহমান তোতাকে সাধারণ সম্পাদক করে ১৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ২০১৪ সালে এই কমিটির মেয়াদ শেষ হয়। একইসঙ্গে জেলার আওতাধীন ৯টি উপজেলা ও ৯টি পৌরসভা কমিটির মেয়াদও শেষ হয়।

হাবিবুর রহমান তোতা বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ। এই কারণে কিছুটা সাংগঠনিক দুর্বলতা রয়েছে। নতুন কমিটি হওয়ার কথা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আর সম্মেলন হয়নি। একই কারণে উপজেলা ও পৌরসভা কমিটি হয়নি।’

এ জেলার আওতাধীন পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনের প্রস্তুতি রয়েছে দাবি করে তিনি বলেন, ‘এখন কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করবো। তবে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়া ঠিক হবে না আমি মনে করি।’

ঢাকায় সফল আন্দোলন চায় রাজশাহী বিএনপি

প্রতিটি আন্দোলন রাজশাহী জেলা বিএনপি সফল বলে মনে করছেন জেলা সাধারণ সম্পাদক একেএম মতিউর রহমান মন্টু। তিনি বলেন, ‘প্রতিটি আন্দোলনে সফল রাজশাহী জেলা বিএনপি। তবে এখানে সফল আন্দোলন হলে সরকারের ওপর চাপ সৃষ্টি হয় না। ফলে আগামীতে ঢাকায় সফল আন্দোলন করতে পারলে সরকার খালেদা জিয়ার মুক্তিসহ অন্যান্য দাবি মেনে নেবে।’

২০১৬ সালের ডিসেম্বরে ৩৪ সদস্যের আংশিক কমিটি গঠনের পর ২০১৭ সালের এপ্রিলে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হয় রাজশাহী জেলা বিএনপির। কিন্তু এই দেড় বছরেও জেলার ৯ উপজেলা ও ১৪ পৌরসভার অধিকাংশ জায়গায় কমিটি গঠন করতে পারেননি জেলা নেতারা।

মতিউর রহমান মন্টু বলেন, ‘বেশিরভাগ উপজেলা ও পৌরসভায় কমিটি রয়েছে। তবে কয়টি জেলায় কমিটি বাকি আছে এই মুহূর্তে বলতে পারবো না। কিছু জায়গায় আমরা কমিটি দিয়েছি। অনেক জায়গায় বিএনপির সাবেক স্থানীয় এমপিদের সঙ্গে সমন্বয় করে কমিটি দিতে হয় বলে দেরি হচ্ছে।’

দেড় বছরেরও পূর্ণাঙ্গ হয়নি রাজশাহী মহানগর বিএনপি কমিটি

২০১৬ সালের ২৭ ডিসেম্বর ২১ সদস্যের আংশিক কমিটি হয় রাজশাহী মহানগর বিএনপির। কিন্তু এরপর দেড় বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি তারা। অভিযোগ রয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি তারা। তবে এই অভিযোগ অস্বীকার করছেন মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। তিনি বলেন, ‘শহরে বিএনপিকে কোনও কর্মকাণ্ড করতে দিচ্ছে না প্রশাসন। কোনও কর্মসূচি পালন করলে পরের দিন নেতাকর্মীদের নামে পুলিশ মামলা দিচ্ছে। তারপরও কমিটি গঠনের কাজ চলছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।’

রাজশাহী মহানগরের অন্তর্গত ১২ থানার মধ্যে চারটির কমিটি রয়েছে বলে জানান শফিকুল হক মিলন। তিনি বলেন, বাকিগুলোরও কমিটি দেওয়া হবে।

আংশিক কমিটি দিয়ে চলছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আগামী দিনে ঢাকার আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির নেতাদের রাজপথে দেখতে চায় সিরাজগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আগামী দিনের আন্দোলনে ঢাকার নেতাদের রাজপথে থাকতে হবে। তাহলে আন্দোলনে সফলতা আসবে। হরতাল বা অবরোধ যা-ই দেওয়া হোক কেন, স্বল্পমেয়াদের কর্মসূচি দিতে হবে।’

২০১৭ সালের ১৫ জুলাই ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা সিরাজগঞ্জ জেলা বিএনপির। একবছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি জেলার নেতারা। এ বিষয়ে সাধারণ সম্পাদক বাচ্চু বলেন, ‘বিভিন্ন কারণে আমরা কমিটি পূর্ণাঙ্গ করতে পারিনি। আগামী মাসে পূর্ণাঙ্গ কমিটি করার পরিকল্পনা রয়েছে।’

সিরাজগঞ্জের ৯ উপজেলা ও সাত পৌরসভা কমিটির অধিকাংশের মেয়াদ শেষ।

 

 

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক