X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ৫ অক্টোবর ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন  ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ৫ অক্টোবর (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা করার দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।





রেজাউল করীম বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ক্ষমতার মেয়াদ শেষপ্রান্তে উপনীত হলেও আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা এখনও পরিষ্কার হয়নি।’ তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে, ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’
জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করে রেজাউল করীম বলেন, ‘আগামী দিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রধান দুটি রাজনৈতিক জোটের যুদ্ধাংদেহী মনোভাব দেশের সর্বত্র এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। মূলত, ক্ষমতাসীনরা নবম জাতীয় সংসদে একতরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করায় এই রাজনৈতিক অনিশ্চয়তা ও সংকট সৃষ্টি হয়েছে। দেশের প্রায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি সংকট উত্তরণে সরকারি দলের প্রতি বারবার আহ্বান জানালেও সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষমতার শেষপ্রান্তে এসে সংকট আরও ঘনিভূত হচ্ছে। এতে জনগণ বিস্ফোরণম্মুখ হয়ে উঠছে।’
ক্ষমতাসীন সরকার এবারও জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চাচ্ছে মন্তব্য করে রেজাউল করীম বলেন, ‘সংসদ বহাল রেখে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে না। দেশবাসী আর কোনও তামাশার নির্বাচন মেনে নেবে না। তাই আমাদের দাবি, সংসদের চলমান অধিবেশনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাস করা হোক এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে একজন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। রাজনৈতিক নৈরাজ্য ও প্রতিহিংসার আগুন যেভাবে ধেয়ে আসছে, তা যদি নির্মূল করা না যায়, তাহলে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশের মতো আমাদের দেশেও গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার আলামতই দিন দিন প্রকটতর হচ্ছে। আর এ সুযোগে আমাদের দেশে বিদেশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী অপশক্তিগুলো ঘাঁটি গেঁড়ে বসার সুযোগ পাবে।’

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী