X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ঐক্য প্রক্রিয়া ইতোমধ্যে হয়ে গেছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮

বক্তব্য রাখছেন মওদুদ আহমদ জাতীয় ঐক্য প্রক্রিয়া ইতোমধ্যে হয়ে গেছে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকার চাইবে যাতে জাতীয় ঐক্য না হয়। কিন্তু এই ঐক্য হবে। সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়, আইনের শাসন ফিরিয়ে আনতে চায়, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে চায়, আজকে একটি পয়েন্টে তারা একমত।’ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হয় সে জন্য দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। সুতরাং আমি বলবো এই ঐক্য হয়ে গেছে। আজকে ড. কামাল হোসেন, বি চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, এমনকি বাম জোটের নেতারা একই কথা বলছেন। সুতরাং জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ওরা ঈর্ষান্বিত হয়ে অনেক কথা বলেন। ওদের (আওয়ামী লীগ নেতাদের) সব কথার উত্তর তো আমি দেবো না। আমি নরমালি দেই না।’
নালিশ করতে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, ‘আমাদের মহাসচিব নালিশ করতে সেখানে (জাতিসংঘে) যাননি। তিনি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সেখানে গেছেন। বাংলাদেশে বর্তমানে কোনও কারণ ছাড়াই বিরোধী দলের নেতাকর্মীদের হামলা-মামলা ও গুম করা হচ্ছে। সত্যিকার বর্তমান অবস্থাই তিনি সেখানে তুলে ধরেছেন। আর এটাতেই ক্ষমতাসীন সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত ও বিব্রত। আমাদের মহাসচিব ইচ্ছে করে সেখানে জাননি, তাকে জাতিসংঘের মহাসচিব আমন্ত্রণ জানিয়েছেন।’

মওদুদ আহমদ বলেন, ‘যারা ক্ষমতায় থাকেন তারা সবসময় ক্ষমতায় থাকবেন এমনটাই মনে করেন। কিন্তু রাজনীতি এমন একটি গতিশীল বিষয়, এটা কেউ কোনও দিন প্রেডিক্ট করতে পারেন না। যদি সমঝোতা না হয়, তাহলে জাতীয় ঐক্যের মাধ্যমে এমন কর্মসূচি দেওয়া হবে, যাতে এই সরকারের পতন ঘটে। তারা যাতে বাধ্য হয় সংলাপে বসে আমাদের দাবিগুলো মেনে নিতে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন প্রমুখ বক্তব্য দেন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়