X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বামজোটের ওপর হামলা: বিএনপির প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫২

বিএনপি বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন অভিমুখে কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। একইসঙ্গে হামলায় আহতদের খোঁজ-খবরও নেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামদের কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, নির্মম এই হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে সরকার আবারও একতরফাভাবে ৫ জানুয়ারির মতো নির্বাচন আয়োজন করতে চায়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বাম গণতান্ত্রিক জোটের ওপর হামলা হয়। এতে জোটের সমন্বয় সাইফুল হক, অন্যতম নেতা জোনায়েদ সাকি, রুহিন হোসেন প্রিন্সসহ অন্তত অর্ধশতাধিক আহত হন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী সরকারের জুলুমে সারাদেশের মানুষ আজ দিশেহারা। এদেশে কারও কোনও অধিকার নেই, মনে হয় সব অধিকার কেবল আওয়ামী লীগের। বিএনপিসহ বিরোধী দলগুলোর কেবল সভা-সমাবেশই নয়, শান্তিপূর্ণ মানববন্ধন কিংবা ঘরোয়া কোনও কর্মসূচিতেও প্রচণ্ড বাধা দিয়ে তা পণ্ড করে দিচ্ছে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।’

মির্জা ফখরুল বলেন, ‘বেপরোয়া আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, টিয়ারশেল ও গরম পানি নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে বর্তমান গণবিরোধী ও ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসন ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনকারীদের ক্ষত-বিক্ষত করছে। এর ওপর হত্যা, গুম, ক্রসফায়ারের হিড়িক লেগেই আছে। বাম গণতান্ত্রিক জোটের মিছিলের ওপর পুলিশের বর্বর হামলায় এটাই প্রমাণিত হলো যে, সরকার আবারও ৫ জানুয়ারির মতো আগামী জাতীয় নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করার মাস্টারপ্ল্যান বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ সরকারের কোনও অশুভ পরিকল্পনাই বাস্তবায়িত হতে দেবে না। আমি বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশি হামলা ও নেতাকর্মীদেরকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বাম জোটের নেতাদের ওপর হামলার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই হামলায় ব্যথিত হয়েছেন।

মির্জা ফখরুল বিবৃতিতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনারও প্রতিবাদ জানান। 

এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ বিষয়ে কথা বলবেন বিএনপির মহাসচিব। শুক্রবার সকাল সাড়ে দশটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

 

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত
মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস