X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সময় কাওরানবাজার এলাকায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বাম সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। শুক্রকার (২১ সেপ্টেম্বর ) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ‘যেই দল ক্ষমতায় আসে, সেই দলের অধীনে ওপর থেকে নিচ পর্যন্ত সব চলে যায়। এখানে আমরা দেখবো স্বাধীনতা কিংবা স্বতন্ত্রতা রক্ষা করা হচ্ছে না। যিনিই প্রধানমন্ত্রী হন, তিনি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেন। এই আন্দোলন চলছে বাংলাদেশকে একটি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেই সংগ্রামে আপনারা হামলা করছেন। সেই আন্দোলনে এখনও আমাদের একজন নেতা চট্টগ্রামে গ্রেফতার আছেন। গতকাল আমাদের নেতা জোনায়েদ সাকির হাত ফ্রাকচার করে দিয়েছেন।’

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য এবং ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘এই যে পরিস্থিতি, এইটা অবিরতভাবে চলে আসছে। ইতোমধ্যে সব জায়গায় একটা আধিপত্য কায়েম করা হয়েছে। এমনকি মানুষের অধিকার, গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্র এমনভাবে পরিচালনা করা হচ্ছে যাতে তারা একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র লুণ্ঠন বজায় রাখতে পারে। এই পরিস্থিতি অবসানের জন্য গণসংহতি আন্দোলন কাজ করছে। এই পরিস্থিতি অবসানের জন্য গণসংহতি আন্দোলন একটি জাতীয় সনদ ঘোষণা করেছে। এই সনদে এমন একটি ব্যবস্থার কথা বলা হয়েছে যেখানে মানুষ তার অধিকার লাভ করতে পারে। বাংলাদেশে আমরা যেই সনদ প্রস্তাব করেছি এটা শুধু গণসংহতি আন্দোলনের নয়, এটা সব মানুষের, পুরো জাতির এবং সব রাজনৈতিক দলের।’

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে আবারও প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা