X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘একটি দলকে সুবিধা দিতে নির্বাচনের আগে সিনহার বই প্রকাশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮

ইউসুফ হোসেন হুমায়ুন (ছবি: সংগৃহীত) সুনির্দিষ্ট একটি দল বা গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ করে দিতে এবং বিশেষ সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নির্বাচনের আগে বই প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমরা লক্ষ্য করছি যতই জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, ততই চমক সৃষ্টির চেষ্টা চলছে। সর্বশেষ যেটা দেখলাম সেটা হলো আমাদের সাবেক প্রধান বিচারপতির একটি বই নিয়ে। এমন একটা সময় তিনি বইটা লিখেছেন, যার কয়েকদিন আগে ড. কামাল হোসেন একটি মতবিনিময় সভায় বলেন, অল্প দিনের মধ্যেই এসকে সিনহা তথ্য নিয়ে আসছেন। তার মানে তাদের সঙ্গে একটা আগাম যোগাযোগ ছিল যে, একটি বই বের হবে। তার পরেই দেখা গেল বই বেরিয়েছে। সেটি নিয়ে ছুটির দিনেও (গত ২১ সেপ্টেম্বর শুক্রবার) আইনজীবী সমিতির (বিএনপি সমর্থিত আইনজীবী) একটি প্রেস ব্রিফিং হয়েছে।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘সিহনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং সে সময় তিনি অসুস্থ ছিলেন না বলে প্রকাশিত বইয়ে যে তথ্য এসেছে, তা অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি বলেন, ‘সিনহা সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন, তখন আমি সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ছিলাম। উনি যে অসুস্থ ছিলেন না বা তাকে জোর করে অসুস্থ বানানো হয়েছে এগুলো কিন্তু তিনি কখনও আমাদের বলেননি কিন্তু এখন বলছেন। ফলে তিনি যে বইটি লিখেছেন, যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো অসত্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মোটিভেটেড। তিনি দেশ থেকে চলে গেছেন প্রায় এক বছর আগে। একটি ধুম্রজাল সৃষ্টি করার জন্যই, একটি চমক সৃষ্টির জন্যই এতদিন পরে এসে এসব তথ্য দিয়ে বই বের করলেন সিনহা।’

এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘তিনি (এসকে সিনহা) কী কী করেছেন তা হয়ত এখন দালিলিকভাবে বেরিয়ে আসবে সরকারি তথ্য-উপাত্তে। তিনি আরও বলেন, ‘এই বইটি এদেশে এসেছে বলে আমার জানা নেই। যদি কেউ এনে থাকেন সেটা ভিন্ন কথা। যতটুকু পত্র পত্রিকায় এসেছে তার থেকে বলছি, সেখানে তিনি দুটি কথা বলেছেন। একটি হলো- তাকে জোর করে দেশত্যাগ করানো হয়েছে, পদত্যাগ করানো হয়েছে। আরেকটি হলো- তিনি অসুস্থ ছিলেন না, তাকে অসুস্থ বানানো হয়েছে। দুটো কথাই অসত্য।’

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘সুনির্দিষ্ট একটি দল বা গোষ্ঠীকে নির্বাচনের আগে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সুবিধা দিতেই এস কে সিনহা এই বই লিখেছেন, এটা পরিষ্কার। আর এটাকে পুঁজি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সমিতির সংখ্যাগরিষ্ঠ পদে রয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা) সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. কবির উদ্দিন ভূঁইয়া, পারভেজ আলম খান এবং বাংলাদেশ বার কাউন্সিলের সচিব তৌফিকুল ইসলাম।

প্রসঙ্গত, বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তার বই পাওয়া যাচ্ছে বেচাকেনার আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে। ২০১৭ সালের ১৪ অক্টোবর দেশ ছেড়ে যাওয়া সাবেক এই প্রধান বিচারপতি তার বইটিতে দাবি করেছেন, তিনি ‘হুমকির মুখে’ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া