X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘৭৫ সালের পর আ. লীগ নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৬





বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, ৭৫ সালের পরেও তাদের (আওয়ামী লীগ নেতাদের) কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখনও পাওয়া যাবে না।’

র‌বিবার (২৩ সেপ্টেম্বর) দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বের কনফারেন্স লাউঞ্জে বাংলা‌দে‌শ জাতীয়তাবা‌দী নবীন দল আয়োজিত বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়াসহ জাতীয়তাবাদী সব রাজবন্দি‌র রোগমু‌ক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘সরকার ভীতসন্ত্রস্ত। গতকাল (২২ সেপ্টেম্বর) ওবায়েদুল কাদের সাহেব মিটিং করে বলেছেন, ‘দল ক্ষমতায় না থাকলে হাজার পাওয়ারের বাল্ব দিয়েও নেতাকর্মীদের কাউকে খুঁজে পাওয়া যাবে না।’ এটাই বাস্তবতা। তাদের ইতিহাসও তাই। ৭৫ সালের পরেও তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখনও পাওয়া যাবে না। কারণ, এত অপরাধ করে তারা মানসিকভাবে এতই দুর্বল যে, সবকিছুকে ভয় পাচ্ছে।’

‘আমাদের দাবি হারাম এবং তারা চাইলে হালাল’ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘‘আওয়ামী লীগ বলেছে, ‘আমাদের ছাড়া জাতীয় ঐক্য হবে না।’ আরে আপনাদের নিয়ে জাতীয় ঐক্য কীভাবে হবে ? এখন যে ঐক্য, সেটা আপনারা যে অন্যায় অপরাধ করছেন তার বিরুদ্ধে। আওয়ামী লীগের স্বভাবই এরকম। যখন তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায়, তখন সেটা হালাল। আর আমরা এখন যখন বলি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এখন এটা হারাম। তারা যখন নির্বাচন কমিশন বাতিল করে পুনর্গঠন চায় তখন সেটা হালাল, আর আমরা যখন দেখলাম নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, আমরা যখন পুনর্গঠন চাইলাম, তখন এটা অযৌক্তিক।’

এমআরআই করা ছাড়া কোনও চিকিৎসকের পক্ষে খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া সম্ভব না, এমন দাবি করে তিনি বলেন, ‘পাঁচজন চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হলো। তার মধ্যে তিনজন প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সরকারের গঠিত মেডিক্যাল বোর্ড রিপোর্ট দিলো খালেদা জিয়ার স্বাস্থ্যের খুব বেশি অবনতি হয়নি। তবে বিশেষায়িত হাসপাতাল হিসেবে পিজিতে তার চিকিৎসা করা যেতে পারে। খালেদা জিয়ার এমআরআই করা দরকার, আর সেটার জন্য যে মেশিন দরকার, সেটা অ্যাপোলো এবং ইউনাইটেডে আছে। কিন্তু তারা তাকে সেখানে নিচ্ছে না। এই এমআরআই করা ছাড়া কোনও চিকিৎসকের পক্ষে তাকে (খালেদা জিয়াকে) সুচিকিৎসা দেওয়া সম্ভব না।’

আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, কেউ কারও শত্রু নই এমন উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘আমরা আওয়ামী লীগকেও আমাদের শত্রু মনে করি না। তারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা আমাদের প্রতিপক্ষ। খালেদা জিয়ার সঙ্গে সরকার যে আচরণ করছে, এই আচরণ শত্রুভাবাপন্ন, এই আচরণ অমানবিক। এই আচরণ সরকারে যারা শপথ গ্রহণ করেছিলেন, সেই শপথের পরিপন্থী।’

জাতীয়তাবাদী ন‌বীন দলের সভাপ‌তি হুমায়ুন আহ‌ম্মেদ তালুকদারের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারসনের উপ‌দেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা