X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুলিশের অনুরোধে বিএনপি জনসভার তারিখ পরিবর্তন করেছিল: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুলিশের অনুরোধে বিএনপি জনসভার তারিখ পরিবর্তন করেছিল: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট


পুলিশের অনুরোধে বিএনপি জনসভার তারিখ পরিবর্তন করেছিল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা ২৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভা করতে চেয়েছিলাম। পুলিশের কাছে অনুমতির জন্য যাওয়া হলে তারাই বলেছিলেন ২৭ তারিখ জনসভা করা ঠিক হবে না। ২৯ সেপ্টেম্বর ছুটির দিন আছে ওইদিন আপনারা সোহরাওয়ার্দীতেই জনসভা করতে পারবেন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে বিএনপির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতারা এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ এখন বলছে, ওইদিন (২৯ সেপ্টেম্বর) মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের মতবিনিময় সভা আছে। আমি বুঝতে পারছি না, ওই প্রোগামের সঙ্গে আমাদের জনসভার কী সম্পর্ক?”

শনিবার পূর্বনির্ধারিত তারিখে ঘোষিত জনসভাটি হবে কি না-জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘দলের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।’

কী জন্য বিএনপি এই জনসভা করতে চাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দলের নীতি-নির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যত কর্মসূচি দেওয়ার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে।’

এই সমাবেশে বৃহত্তর জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্ট সহ বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সময় হলেই জানতে পারবেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকের যৌথসভায় থেকে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা প্রদানেরও দাবি জানানো হয়েছে।’

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা রায় আগামী ১০ অক্টোবর দেওয়া হবে বলে বলা হচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই রায়কে কেন্দ্র করে পত্র-পত্রিকায় বিভিন্ন রকম কথাবার্তা আসছে। এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান ও দলের সিনিয়র কয়েকজন নেতাকে এখানে জড়িত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ধরনের চক্রান্ত দেশের মানুষ কখনও মেনে নেয়নি, নেবেও না।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি এই ঘটনার সঙ্গে আমাদের নেদারা কোনোভাবেই জড়িত ছিল না। বিশেষ করে তারেক রহমানের নাম এখানে জড়ানো হচ্ছে প্রতিহিংসা কারণে। এই মামলাটি করার পরে তিনজন তদন্ত কর্মকর্তাকে বদল করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাদের পছন্দমত একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে।’

২১ আগস্ট গ্রেনেড হামলার সময় খালেদা জিয়া ঢাকায় ছিলেন না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তখন খালেদা জিয়া ঢাকার বাইরে কুমিল্লা বা নোয়াখালীতে ছিলেন। এই ঘটনা শোনার পরে তিনি তার সফরসূচি সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে এসেছেন। সঙ্গে সঙ্গে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সুধাসদন বাসায় যেতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সেইদিন ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে বাধা সৃষ্টি করে খালেদা জিয়াকে যেতে দেননি।’

বিএনপি জনসভাকে কেন্দ্রে করে ক্ষমতাসীন দলের নেতারা উসকানিমুলক কথা বলছেন বলেও অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দলের দুই নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, অলিতে গলিতে বিএনপির নেতাকর্মীদের আটকে দিতে। আর নানক বলেছেন হাত-পা ভেঙে দিতে। এই হচ্ছে তাদের গণতন্ত্রের ভাষা। এর মাধ্যমে বোঝা যায় কারা শুরুতে সংঘাত সৃষ্টি করে। সংঘাতকে উসকে দিতে চায়।’

‘বিএনপি এখন খালেদা জিয়ার ভ্যানেটি ব্যাগে আর আন্দোলন কারাগারে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গোটা বাংলাদেশ তো একটা কারাগারে পরিণত হয়েছে। সেই কারাগার ভেঙে ফেলার জন্য অবশ্যই আন্দোলন হবে। আন্দোলন মধ্যে দিয়ে জনগণ গণতন্ত্রকে মুক্ত করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকে।

/এএইচআর/ এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…