X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি আবারও আগের রূপে ফিরে যাচ্ছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৫:০৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৩৭

স্বরণ সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপি আবারও পেট্রোলবোমা হামলা শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তারা (বিএনপি) গতকাল বগুড়ায় পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। অর্থাৎ বিএনপি আবারও আগের রূপে ফিরে যাচ্ছে এবং তারা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা শুরু করেছে।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটি আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, অতি সত্বর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা কথায় কথায় মানবাধিকারের কথা বলেন। কিন্তু গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কোনও কথা বলেন না কেন? অর্থাৎ তারা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে গ্রেনেড হামলাকারী, অগ্নিসংযোগকারী, পেট্রোলবোমা নিক্ষেপকারী, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিগোষ্ঠী এবং স্বাধীনতাবিরোধীদের দোসরে পরিণত হয়েছে।’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।

/এসও/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী