X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবারও বৈঠক বাতিল, জট লাগছে বৃহত্তর ঐক্যে!

সালমান তারেক শাকিল
১৩ অক্টোবর ২০১৮, ১৪:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:০৫

ড. কামাল হোসেন ও বি. চৌধুরী

ড. কামাল হোসেনের বাসায় বৃহত্তর ঐক্যের শনিবারের (১৩ অক্টোবর) পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। সংশয় দেখা দিয়েছে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৃহত্তর ঐক্য নিয়ে। তবে বিকালে ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ড. বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)।

যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না ও মাহী বি. চৌধুরী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বি. চৌধুরীর ছেলে ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মাহী বি চৌধুরী জানান, বিকাল ৩টার দিকে তারা বেইলি রোডে কামাল হোসেনের বাসায় প্রবেশ করবেন এবং ৪টায় সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এদিকে যুক্তফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার (১৩ অক্টোবর) দুপুরে গণফোরামের সেক্রেটারি মোস্তফা মহসীন মন্টু তাকে ফোন করে বৈঠক বাতিলের কথা জানিয়েছেন। তিনি আরও জানান, ড. কামাল হোসেন বৈঠক বাতিল করেছেন।

কিন্তু কেন কামাল হোসেন বৈঠক বাতিল করেছেন, তার কোনও কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এ ব্যাপারে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠক ছিল কিনা, বাতিল হয়েছে, এগুলো জানি না।’

যুক্তফ্রন্টের নেতারা মনে করছেন, বিকল্পধারাকে বাদ দিয়েই শেষ পর্যন্ত কামাল হোসেন, আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নাকে বিএনপির সঙ্গে দেখা যেতে পারে। এর আগে গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ঐক্য প্রক্রিয়ার বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। ওই দিন রাতে আ স ম রবের বাসায় বৈঠকের কথা হয়, তবে পরে তাও বাতিল হয়।

এরপর শুক্রবার সাংবাদিকদের সামনেই মান্না বলেছিলেন, আগামীকাল (আজ শনিবার) পরবর্তী বৈঠকে জাতীয় ঐক্যের খসড়া চূড়ান্ত করা হবে।

ঐক্য প্রক্রিয়ার নেতাদের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষ থেকে যেভাবে ৭ দাবি ও ১১ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাতে বাধ সেধেছেন বিকল্পধারার সভাপতি বি. চৌধুরী। গতকাল শুক্রবারের বৈঠকে দলটির যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীও আপত্তি তোলেন। ঐক্য প্রক্রিয়ার নেতারা বলছেন, নির্বাচন সন্নিকটে। হাতে সময় খুব কম। এ পরিস্থিতি চলতে থাকলে শেষ পর্যন্ত বিকল্প ধারাকে বাদ রেখেই হয়তো ঐক্য করতে হবে।

ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার দুপুরের আগ পর্যন্ত দলগুলোর প্রত্যাশা ছিল, দাবি-লক্ষ্য চূড়ান্তকরণ আর আগামী নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি নির্ধারণ হতে পারে বিকালের বৈঠকে। কথা ছিল বি. চৌধুরী ও কামাল হোসেন আগে বসবেন এবং পরে ৫টার দিকে ঐক্যের নেতারা সবাই মিলে বসে সিদ্ধান্ত চূড়ান্ত করে গণমাধ্যমে ঘোষণা দেবেন। তবে এই দুই নেতা বৈঠকে বসলেও বৃহত্তর ঐক্যের বৈঠকটি বাতিল করায় খুব সম্ভবত এমনটি আর ঘটছে না বলে মনে করছেন ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতাদের অনেকে।

উল্লেখ্য, ঐক্য প্রক্রিয়ায় জট লাগার বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রূপরেখার খসড়া তৈরি হলেও জট খুলছে না ঐক্যপ্রক্রিয়ার  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন। 

/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা