X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আজ গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২০:২৩


জাতীয় ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে অধিকার আদায়ের আন্দোলন শুরু হলো। আজ গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন। এটি একটি শুভ সূচনা।
শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যেসব দল এখনও ঐক্যফ্রন্টে যুক্ত হয়নি তাদের এই ফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এই ঐক্যের বাইরে এখনও আছেন তারাও যোগ দিন। আসুন ঐক্য দিয়ে অধিকার অর্জন করি।

জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ছবি: সালমান তারেক শাকিল)
ফখরুল বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা শপথ নিয়েছি গণতন্ত্রের অধিকার আদায় করেই ঘরে ফিরবো।
ড. কামাল হোসেনের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তিনি ন্যায় ও সত্যের জন্য আজীবন সংগ্রাম করে চলেছেন।  
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণ ফোরামের সভাপতি ড. কামাল হো‌সেন,  জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব,  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। 

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দাবি ও ১১ লক্ষ্য পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঐক্য প্রক্রিয়ার নেতা  সুলতান মোহাম্মদ মুনসুর, গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, আ ব ম মোস্তফা আ‌মিন, গণ ফোরামের নির্বাহী সভাপতি অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন, অ্যাড‌ভো‌কেট আলতাফ হো‌সেন, অ্যাড‌ভো‌কেট জগলুল হায়দার, গণফোরাম নেতা আ ও ম শ‌ফিক উল্লাহ, মোস্তাক আহমদ প্রমুখ।

এদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেও আজ শনিবার বিকেলে ড. কামালের সঙ্গে দেখা না হওয়ার সূত্র ধরে পৃথক সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। তবে একইসঙ্গে এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে আগের মতোই দুটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

/এসটিএস/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা