X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বি চৌধুরীকে বাদ দিয়ে কিছু হয় নাকি: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ২৩:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২৩:৪২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। কেউ বাদ পড়বে না। সোমবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বারিধারার বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) বাসা থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ বলেন, ‘আগে যারা ছিল সবাইকে নিয়ে কাজ করতে চাই। বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়ে কিছু হয় নাকি? আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’
এ সময় ডা. জাফরুল্লাহকে গাড়িতে তুলে দিতে যান বিকল্পধারা বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। তাকে উদ্দেশ করে জাফরুল্লাহ বলেন, ‘ভালো থেকো। এতো তাড়াহুড়া করো না। তোমরা সবাই আল্লাহর দোয়ায় ভালো থেকো। তখন মাহি বি চৌধুরী ডা. জাফরুল্লাহকে উদ্দেশ করে বলেন, ‘চাচা আমরা ফুল নিয়ে আপনার জন্য অপেক্ষা করবো। আপনি কবে আমাদের সঙ্গে আসবেন।’
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি বি চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ‘ডা. জাফরুল্লাহ বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) মান্নানের সঙ্গেও কথা বলেছেন। আমিও কিছুক্ষণ ছিলাম সেখানে। ১৩ অক্টোবরের ঘটনার জন্য ডা. জাফরুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন যে বি চৌধুরীকে আমন্ত্রণ জানিয়ে তারা থাকতে পারেনি। এটা ভালো বা সঠিক হয়নি। এই কথাটি বলতে এসেছেন তিনি। এরপর আবারও একই আলোচনা শুরু হয়েছিল। কিন্তু বি চৌধুরী বলেছেন, এবার আমাদের মাফ করবেন। হতেই পারে রাজনীতিতে আপনাদের এক রকম মত থাকবে, আমাদের আরেক রকম মত থাকতে পারে।’
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহি বি চৌধুরী মাহি বলেন, আমরা ওনাকে বলেছি যে, আমাদের মত স্পষ্ট যে, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনও ঐক্যে যাবো না। এছাড়া যদি ক্ষমতার ভারসাম্যই না আসে, নির্দিষ্টভাবে একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্যই যদি ঐক্য হয় সেটা দেশকে স্বেচ্ছাচার মুক্ত করবে না। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সরতে পারবো না। তখন ডা. জাফরুল্লাহ বলেছেন, ওইদিন আমাদের ভুল হয়েছে। এজন্য ক্ষমা প্রার্থনা করছি। তখন আমরা বলেছি- এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার কিছু নেই। তবে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের সাফল্য কামনা করি। ড. কামাল হোসেনের সাফল্য কামনা করি। আপনারা নিজেদের মতো চলতে থাকুন। আমরা আমাদের মতো চলবো।
বিকল্পধারা একঘরে হয়ে যাচ্ছে- এমন কথাও উঠেছে বি চৌধুরী ও ডা. জাফরুল্লাহর বৈঠকে উল্লেখ করে মাহি বি চৌধুরী বলেন, ‘আমরা বলেছি আমরা এক ঘরেই থাকতে চাই। বৃহত্তর অট্টালিকার বাইরে আমরা ছোট একটি কুঁড়ে ঘর বানাবো। সেই ঘরে সত্যের, মুক্তিযুদ্ধের ও শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চি নড়ার মতো অবস্থানে নেই।
বিকল্পধারা আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে মাহি বি চৌধুরী বলেন, ‘সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই। বিকল্পধারা জন্মের পর থেকে কোনও জোটে যেতে পারেনি। সুতরাং এই ধরনের কোনও সম্ভাবনা নেই। এটা গুঞ্জন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বলেছি, আপনারা স্বাধীনতাবিরোধীদের ছাড়লে, বিএনপিকে স্বাধীনতাবিরোধীদের হাত থেকে বের করে আনতে পারলে এবং ভারসাম্যের রাজনীতি দিতে পারলে আপনাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে।’

/এএইচআর/আর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ