X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লিয়াজোঁ ক‌মি‌টি গঠন, চট্টগ্রাম ও রাজশাহীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোট
১৭ অক্টোবর ২০১৮, ২৩:০০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২৩:০৭

ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন কর্মসূ‌চি সমন্বয় করতে এক‌টি লিয়াজোঁ ক‌মি‌টি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে, এই  লিয়াজোঁ ক‌মি‌টির সদস্য কতজন, তাতে কারা থাকছেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি। কারণ হিসেবে বলা হচ্ছে, জাতীয় ঐক্যফ্রন্টে আরও দল যুক্ত হবে। এখনও জোটভুক্ত হওয়ার প‌থ উন্মুক্ত রাখা হয়েছে। তাই লিয়াজোঁ ক‌মি‌টির সদস্য নির্বাচন কিংবা নির্ধারণ করা হয়‌নি। বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০ টার দিকে বিএন‌পি চেয়ারপারসনের গুলশানের রাজনৈ‌তিক কার্যায়ের জোটের বৈঠকের মাঝামা‌ঝি সময়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাত সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়।

‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘লিয়াজোঁ ক‌মি‌টি গঠনের পাশাপা‌শি আমরা দু’টি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’ ‌তি‌নি বলেন, ‘আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম, ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার সিদ্ধান্ত  নিয়েছে জাতীয় ঐক্যফ্র‌ন্ট।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগামীকাল বিকেল তিনটায় ঐক্যফ্রন্টের দা‌বি ও লক্ষ্য ঢাকায় নিযুক্ত বিদেশি কূট‌নী‌তিকদের জানাবো। হোটেল লেকশোরে এই মত-বি‌নিময় অনু‌ষ্ঠিত হবে।’ ‌তি‌নি বলেন, ‘আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুশীল সমাজের সঙ্গে মত‌বি‌নিময় করবো। সময়সাপেক্ষে তারিখ নির্ধারণ করে জানানো হয়েছে।’

কর্মসূ‌চি প্রসঙ্গে বিএন‌পির এই নেতা বলেন, ‘আমরা ২৩ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল, হজরত শাহপরানের মাজার জিয়ারত করবো। পরবর্তী সময়ে সমাবেশ করবো।’ এক প্রশ্নের জবাবে তি‌নি বলেন, ‘মাজার জিয়ারতের জন্য অনুম‌তির প্রয়োজন পড়ে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা কর্মসূ‌চির মাধ্যমে জনগণের কাছে যেতে চাই, কর্মসূ‌চি নিয়ে‌ছি। আগামীতে রাজনৈতিক প‌রি‌স্থি‌তি বুঝে পরবর্তী কর্মসূ‌চি দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত কুমার চৌধুরী, আব্দুল মালেক রতন, মাহমুদুর রহমান মান্না, শহীদ উ‌দ্দিন মোহাম্মদ স্বপন  প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক