X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

১৪ দল চাইলেও মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ১৮:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:৩০


নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (ফাইল ছবি)
১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চাওয়া হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তার পদত্যাগ দাবি করেনি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মাহবুব তালুকদারের বিষয়টি নিয়ে কেন এত হইচই হচ্ছে তা আমি জানি না। আমরা আওয়ামী লীগ থেকে কোনও পদত্যাগ দাবি করছি না।’ এ বক্তব্যের মাধ্যমে ১৪ দলের অবস্থানের সঙ্গে আওয়ামী লীগের দ্বিমতের বিষয়টি সামনে আনলেন তিনি।
বৃহস্পতিবার সেতুভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
প্রসঙ্গত: গতকাল বুধবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগের আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশনের গোপনীয় বিষয় প্রকাশ্যে বলায় তিনি খুব অন্যায় করেছেন বলে মন্তব্য করেন নাসিম।
১৪ দলের দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন একটা প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার পদত্যাগ দাবি করতে হবে? আমি মনে করি না এর পেছনে কোনও যৌক্তিকতা আছে। উনি স্বেচ্ছায় পদত্যাগ করলে সেটা তার ব্যাপার। আমরা আওয়ামী লীগ থেকে কোনও পদত্যাগ দাবি করছি না।’
প্রসঙ্গত নির্বাচন কমিশনের সব কাজের তথ্য ও ফাইল পান না এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই কমিশন সচিবালয়ের কাছে করছিলেন কমিশনার মাহবুব তালুকদার। এর আগে ইভিএম ব্যবহারের বিষয়েও নির্বাচন কমিশনের অপর কমিশনারদের সঙ্গে মতদ্বৈততার কারণে নোট অব ডিসেন্ট দিয়ে কমিশন বৈঠক বর্জন করেন তিনি। সর্বশেষ গত সোমবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক সভায় আবারও মতদ্বৈততা দেখা দেওয়ায় নোট অব ডিসেন্ট দেন তিনি। এ ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে তার।
অন্যদিকে, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। স্বাভাবিক কারণে ভারত চাইবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকুক।’


/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই