X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ন্যাপ ও এনডিপি নিয়ে সম্প্রসারিত হচ্ছে যুক্তফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ২০:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২০:৫৭

প্রেস বিফ্রিংয়ে মাহী বি চৌধুরী ও জাবেল গানি

বিকল্পধারা এবং সদ্য ২০ দলীয় জোট ছেড়ে আসা বাংলাদেশ ন্যাপ ও এনডিপির সমন্বয়ে যুক্তফ্রন্ট সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরীর সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।


এর আগে এই দুই দলের চেয়ারম্যান তাদের দলের নেতাদের নিয়ে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসভবন  মায়াবি-তে  রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বৃহত্তর গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তির জোট গড়ে তোলার ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বৈঠকটি শুরু হয়ে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলে।

প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেবেল রহমান গানি. খন্দকার গোলাম মোর্তুজা ও মাহী বি. চৌধুরী।

জেবেল রহমান গানি সাংবাদিকদের জানান, আমরা সাবেক রাষ্ট্রপতিকে অভিভাবক হিসেবে মনে করি এবং আগামী দিনে গণতান্ত্রিক ধরাবাহিকতা রক্ষা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তার নেতৃত্বে একসঙ্গে পথ চলবো। আমরা ২০ দলীয় জোট রাজনীতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে বি. চৌধুরীরর সঙ্গে মিলিত হলাম। আমাদের মনের মিল ও রাজনৈতিক মিল আছে।

এ প্রসঙ্গে গানি বলেন, ‘অতীতে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমরা তার নিন্দা করি। আমাদের এই তিন দল দেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’

বি চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাপ ও এনডিপির নেতারা

এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা বলেন, ‘আমরা গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তির বৃহৎ ঐক্য গড়ার জন্য যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরীর কাছে এসেছি।’

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, ‘বৈঠকে বিকল্পধারা, বাংলাদেশ ন্যাপ ও এনডিপি মিলে যুক্তফ্রন্টকে সম্প্রসারিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তিন দলের ওয়ার্কিং কমিটির মধ্যে যৌথসভা করে যুক্তফ্রন্ট তরুণ নেতাদের মতামতকে গুরুত্ব দেবে।’  

আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তফ্রন্ট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বি. চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈশা, বাংলাদেশ ন্যাপের প্রেসিডিয়াম সদ্স্য মনির এনায়েত মল্লিক, ব্যারিস্টার মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নূরুল আমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি শহীদুন নবী ডাবলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম।

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, সহ-সভাপতি মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া