X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সরকারি চাকরিতে ঢুকিয়েছে আ.লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্টে
২২ অক্টোবর ২০১৮, ১২:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৩:০০





রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

আওয়ামী লীগ মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের পাইকারি হারে সরকারি চাকরিতে ঢুকিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ অক্টোবর) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘গতকাল (রবিবার, ২১ অক্টোবর) প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের শাসনে গত ১০ বছরে দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা এ কথা বলে কি তরুণদের উপহাস করছেন? গণমাধ্যমের খবর অনুযায়ী দেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি শিক্ষিত ও কর্মক্ষম বেকার। দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহাগ্নির তাপ যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য নিষ্ঠুরভাবে তরুণদের দমন করেছেন যিনি, তিনি এখন তরুণদের হিতাকাঙ্ক্ষী সেজেছন।’
সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে প্রহসন করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ সারাদেশে জাতীয় সড়ক দিবস পালিত হচ্ছে। কিন্তু গণপরিবহনের নৈরাজ্য থামেনি। এখনও শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের লাশ রাজপথে থেঁতলে যাচ্ছে।’
রিজভী বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আমজনতা শিশু- কিশোরদের সমর্থনে রাস্তায় নেমেছিল। সরকার তাদের হামলা -মামলা দিয়ে প্রতিরোধ করেছিল। নিরাপদ সড়কের নামে একটি লোক দেখানো আইন করেছিল, কিন্তু আজও সড়কে শৃঙ্খলা ফেরেনি। ’
তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে দলীয়করণের কারণে উচ্চ শিক্ষিত বেকার বেড়েছে। গত ১০ বছরে দুঃশাসনে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বৈরাচার’ সরকারপ্রধান শেখ হাসিনা ঘরে ঘরে বেকার উপহার দিয়েছেন। আর ১০ টাকার চালতো এখন কিনতে হচ্ছে ৫০ টাকায়। মিথ্যা প্রতিশ্রুতি ও চালের দাম বৃদ্ধির উন্নয়ন ছাড়া শেখ হাসিনার আর কোনও অর্জন নেই।’
বিএনপির স্থায়ী কিমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মিথ্যা অভিযোগে আইসিটি আইনে মামলা করে, তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রিজভীর। তিনি বলেন, ‘তিনি উচ্চতর আদালত ও নিম্ন আদালতে জামিনে থাকার পরও গতকাল (রবিবার) চট্টগ্রামে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের কারাগারে আটকে রাখতে চাচ্ছে, শুধুমাত্র তার গদি রক্ষার জন্য।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’