X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনও সুযোগ নেই ইসির: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৭:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৭:৪২



জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনও সুযোগ নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছে জামায়াত। একইসঙ্গে অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানোর এই বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই প্রতিক্রিয়া জানানেরা হয়।
দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়। জামায়াতের নিবন্ধন মামলাটি আপিল বিভাগে বিচারাধিন রয়েছে। এমতাবস্থায় মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনও সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন কমিশনের এ প্রজ্ঞাপন জারি উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। আমরা নির্বাচন কমিশনের এ ভূমিকায় বিস্মিত।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে জামায়াত ২০০৮ সালের ৪ নভেম্বর নিবন্ধন পায়। ২০০৯ সালে তরিকত ফেডারেশনের দায়ের করা এক রিট মামলার পরিপ্রেক্ষিতে শুনানির জন্য হাইকোর্টের ৩ জন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠিত হয়। ওই বেঞ্চে শুনানি শেষে হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট বিভক্ত রায় দেন। প্রিজাইডিং জজ জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে ও অন্য দু’জন বিচারপতি নিবন্ধনটি আইনসম্মত হয়নি মর্মে রায় দেন। একই সঙ্গে মামলাটির সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় বিচারপতিরা আপিলের জন্য সার্টিফিকেট দেন।
আমরা এই প্রজ্ঞাপন জারির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানাই।
এদিকে, জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জোটটির কো-চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন,‘মঙ্গলবার জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও মহাসচিব নুরুল ইসলাম জামায়াতের নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।’

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনআ.লীগের একাধিক প্রার্থী, ভোটে অংশ নিচ্ছে জামায়াত
ঢাকায় তিনটি ইফতার নিয়ে বিএনপির কৌশলী অবস্থান
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা