X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ ও ১৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৭:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২৩

 

জাতীয় পার্টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে ১৭ ও ১৮ নভেম্বর। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এই সাক্ষাৎকার নেওয়া হবে।

১৭ নভেম্বর (শনিবার) খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং ১৮ নভেম্বর সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।

এরআগে, বুধবার ফেনী-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে মাসুদ উদ্দিন চৌধুরীর ভাতিজা আব্দুল্লাহ আল মিজান জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া ঢাকা-১১ আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, লালমনিরহাট-১ আসন থেকে মেজর (অব.) খালেদ আখতার, সিলেট-২ ও ৩ আসন থেকে ইয়াহ ইয়াহ চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন। এদিন মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আরও রয়েছেন আলহাজ আবুল কাশেম, রিন্টু আনোয়ার, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি পরিদর্শনে এসে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। ৩০০ আসনেই জাতীয় পার্টির নির্বাচনের প্রস্তুতি আছে। তবে, মহাজোটের সঙ্গে আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।’

আসন বণ্টন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচনে জয়যুক্ত হতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে ছাড় দিতে হবে, সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সব দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সবার আন্তরিকতা ও একটি ধারাবাহিক প্রক্রিয়ায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি