X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হেলমেটধারীরা গাড়িতে আগুন দিয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ০১:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:৫৬

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় পুলিশের গাড়িতে হেলমেটধারীরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৪ নভেম্বর) তিনি বলেন, ‘আজকে গাড়িতে আগুন লাগানো হয়েছে। আপনাদের সামনে সেই পুরনো ঘটনার কথা বলতে চাই, নিরাপদ সড়কের আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের সময় দেখেছেন, কীভাবে আন্দোলন দমন করছে হেলমেটধারীরা। আজকেও আপনারা দেখেছেন হেলমেটধারীদের এখানকার তৎপরতা। এই হেলমটধারীরা কারা?’

বুধবার রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী বলেন, ‘আমি নিজে অফিসের তিনতলা থেকে দেখেছি হেলমেটধারীদের তৎপরতা। তারা মোটরসাইকেলের দিকে আগুন লাগাতে গেলে বিএনপির নেতাকর্মীরা চিৎকার করে, তখন তারা চলে যায়।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হেলমটধারী হচ্ছে এজেন্ট প্রভোকেটিয়া। এই এজেন্টদের দিয়েই ব্লেম গেম খেলা হয়। নিজেরাই আগুনে পুড়িয়ে, বিরোধী দলের ওপর চাপানো হয়; যেভাবে তারা দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনগুলোর সময় করেছে। সেসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ যাদের ধরেছে, তারা কিন্তু ক্ষমতাসীন দল ও পুলিশের লোক ছিল। তারা হলো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের লোক।’

নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনার জন্য প্রধান নির্বাচন কমিশনসহ তার অন্যান্য কমিশনার ও তার সচিব দায়ী বলে দাবি করে রিজভী বলেন, ‘তাদের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় বিএনপি অফিসে নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হয়েছে পুলিশকে দিয়ে। কারণ, ৪-৫ দিন আগে আওয়ামী লীগের অফিসের আশপাশের রাস্তা বন্ধ থেকেছে। বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আদাবরে তাদের দুইজন মারাও গেছে। তখন নির্বাচন কমিশন কোনও বিধিনিষেধ জারি করেননি। তখন তো পুলিশের আইজি বললেন না নির্বাচনের বিধিনিষেধ লঙ্ঘন হচ্ছে। কিন্তু গতকাল বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।

নির্বাচন বানচাল করতে বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তাহলে গত ২ দিনে কেন আমরা হামলা করলাম না? বিএনপি নয়, আওয়ামী লীগ চক্রান্ত ও ষড়যন্ত্র করে আবার ক্ষমতায় থাকতে চায়।’

/এএইচআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি