X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন একঘণ্টাও পেছানো যাবে না: ইসিকে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ০১:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:০৪

এইচ টি ইমাম (ছবি-ইন্টারনেট থেকে)

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বারবার নির্বাচন পেছানোর দাবি করার ঘটনার তীব্র বিরোধিতা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন পেছানোর নামে বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি- ভোট আর পেছানো যাবে না, আর একঘণ্টাও পেছানো যাবে না।’

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরই বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে করে। এসময় তারা নির্বাচন না পেছোনোর ব্যাপারে এসব কথা বলেছে। 

এইচটি ইমাম এ বিষয়ে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। আমরা পরিষ্কার বলেছি, ৩০ তারিখ পর্যন্ত নির্বাচন পিছিয়েছেন। আর নয়। একদিনও নয়, একঘণ্টাও নয়। এমনিতেই তিন বার নির্বাচন পেছানো হয়েছে। আর পেছানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা কয়েকদিন ধরে লক্ষ্য করছেন, নির্বাচনের পেছানোর জন্য কয়েকটি মহল বিভিন্নভাবে কথা বলেছেন। কিন্তু নির্বাচন পেছালে কী অসুবিধা হবে তা ভেবে দেখছেন না। এর আগেও ২৯ ডিসেম্বর নির্বাচন হয়েছে, সেসময় কিন্তু বড় দিন কিংবা ইংরেজি নতুন বছর কোনও সমস্যা হয়নি। ৩০ ডিসেম্বর নির্বাচন হলে কেউ যে আসবেন না- তেমন কোনও বিষয় নয়।’

বিএনপির দাবি হাস্যকর উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেন, ‘পৃথিবীর এমন কোনও দেশ নেই, যারা বিদেশিদের সুযোগ সুবিধার কথা ভেবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা আমাদের সুযোগ সুবিধা দেখব।’

নির্বাচন না পেছানোর যুক্তি দিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরে নির্বাচন হলে ১ জানুয়ারি কয়েক লাখ নতুন ভোটার হবে। তারা যদি নিবন্ধিত না হয়, তাহলে আদালতে রিট করলে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে।এছাড়া বছরের প্রথমে স্কুলে নতুন বই বিতরণ করা হয়। সেখানেও সমস্যা দেখা দেবে।’

নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও গাড়িতে আগুনের বিষয়ে তিনি বলেন, ‘এটি নির্বাচনি আচরণ বিধির সুষ্পষ্ট লঙ্ঘন। আমরা আজকের সন্ত্রাসী ঘটনাকে শাস্তিযুক্ত অপরাধ মনে করি। ২০১৩ থেকে ২০১৫ সালে জোট যেভাবে আগুন সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে; তারই আলামত কিনা এটি- আমি মনে করছি।’

ধানমন্ডিতের আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জনের প্রাণ যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কিন্তু নির্বাচনের আগে। সেটা নির্বাচনের ব্যাপারে নয়, গাড়ি চলাচলের ব্যাপারে।‍ দুই গাড়ি প্রতিযোগিতা করে চলতে গিয়ে দু্জন চাপা পড়ে মারা গেছেন।’

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন