X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যোগ্য নেতৃত্ব গড়ে না ওঠায় বেশি প্রার্থী: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১১:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১১:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা, ফাইল ফটো) আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি হওয়ায় খুশি হলেও একে ‘নেতৃত্ব সংকট’ হিসেবে দেখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে অনেক ফরম কেনা হয়েছে। কোনও কোনও আসনে ৫০ জনেরও বেশি প্রার্থী হতে চেয়েছেন। এটা দেখে আমি খুব খুশি। কিন্তু এতো প্রার্থীর সংখ্যা প্রমাণ করে, এতে দলে নেতৃত্ব গড়ে উঠছে না। কেউ নিজের যোগ্যতায় সংগঠনকে শক্তিশালী করতে পারছেন না।’
আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা বুধবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বেশি প্রার্থী হওয়ার একটা খারাপ দিক আছে। আপনারা প্রার্থী হয়েছেন কিন্তু একজনও নেতৃত্ব দিয়ে নিজের সংগঠনকে গড়ে তুলতে পারেন নাই বলেই তো এতো প্রার্থী। নিজেদের জায়গা থেকে আপনারা যদি সংগঠনকে শক্তিশালী করতে না পারেন, আপনাদের জন্য আমি কি করবো? নেতৃত্বের বিকাশ না করতে পারলে কে প্রার্থী হওয়ার যোগ্য, সেটা কীভাবে বিচার করবো?
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার কাছে যারা আসেন তারা একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগার করতে আসেন। তাই আমি এতো বেশি দেখা করি না। তবে হ্যাঁ, কেউ যদি খারাপ থাকে অবশ্যই আমরা শুনবো। কিন্তু এভাবে নিজেরা কাদা ছোড়াছুড়ি করে আপনারা কার হাতকে শক্তিশালী করছেন? কার হাতে অস্ত্র তুলে দিচ্ছেন? শক্রপক্ষের হাতে? এগুলো কিন্তু জনগণ দেখে। তিনি বলেন, ১৯৯৬ থকে ২০০১ সাল পর্যন্ত তো কম উন্নয়ন করিনি। এতো কিছু করার পরও সরকারে আসতে পারিনি। এবারও তো কম করিনি। এখন আপনারা নিজেদের ঘরের কথা নিয়ে একে-অপরের সমালোচনা করেন কিন্তু জনগণের কাছে গিয়ে উন্নয়নের কথা বলেন না।
কয়েকটি নমুনায় এমপিদের গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সরকার গঠনের দুই বছর পর থেকে সার্ভে করে রাখছি এবং দেখছি। আরও সার্ভে করেছি। কার কত জনপ্রিয়তা। তারপর আন্তর্জাতিক সার্ভে সংস্থার মাধ্যমে চারটি রিপোর্ট করে আসছি। গতকাল (মঙ্গলবার) রাত ১টা পর্যন্ত আমি কাজ করেছি। আমি এতো কষ্ট করছি কেন? সামনে আগামী নির্বাচন। আমি আশা করি আমরা জিতবো, যদি সবাই মিলে কাজ করেন। আর যদি মনে করেন আপনার প্রতিদ্বন্দ্বী কেউ মনোনয়ন পেয়েছে, নির্বাচনে কীভাবে জিতে দেখবো, তাহলে সেটা কারও জন্যই ভালো হবে না। ঘরের মধ্যে ঘর করলে তো আর কিছু লাগে না।’
তিনি বলেন, ‘আমি সবার রিপোর্ট দেখবো। কিন্তু মনোনয়ন দেবো তো একজনকে। আর সেটা দিতে গেলে অন্যরা বঞ্চিত হবেন, সেটা মাথায় রাখতে হবে। যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষে এক হয়ে সবাইকে কাজ করতে হবে। ক্ষমতায় আসতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
মনোনয়নকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই জমায়েতে ঐক্যফ্রন্ট ও বিএনপির জোট গঠন নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন তারা এক হয়েছে। তারা নির্বাচনে আসবে আমি স্বাগত জানিয়েছি। নির্বাচনেই দেখা যাবে জনগণ কাকে চায়।’
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘তারা এখন নির্বাচন পেছানোর দাবি তুলেছে। আমি বলবো, আমরা আর নির্বাচন পেছাবো না। কারণ তাদের মতলব আছে। এদের লাটাই ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় এবং মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত ওই ক্রিমিনালের (তারেক রহমান) হাতে।’
সম্প্রতি অনুষ্ঠিত সংলাপের প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘আমি সবার সঙ্গে বসেছি। যারা আমাদের ছেড়ে চলে গেছে, আবার ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তাদের সঙ্গেও বসেছি। আমি আওয়ামী লীগের সভাপতি শুধু নই, বাংলাদেশের প্রধানমন্ত্রীও। সেজন্যই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সঙ্গে আলোচনা করেছি। সবার দাবি-দাওয়া শুনেছি। তারা নির্বাচনে আসুক, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকারে যাবে।’

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি