X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তরুণ যারা

সাদ্দিফ অভি
১৫ নভেম্বর ২০১৮, ১৫:৪১আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:০৪

এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, মহিবুল হাসান চৌধুরী নওফেল,  মারুফা আক্তার পপি, দেলোয়ার হোসেন, সাইফুজ্জামান শিখর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার হাজার ২৩ জন। এরমধ্যে রয়েছেন বিপুল সংখ্যক তরুণ। মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমার শেষ দিন পর্যন্ত অসংখ্য তরুণ মনোনয়ন প্রত্যাশীকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায়।
এসব তরুণ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যেমন রয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতা, তেমনি আছেন সহযোগী সংগঠনসহ সাবেক ছাত্রলীগ নেতাও। আছেন ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, বিনোদনসহ অন্যান্য সেক্টরের তরুণও।
তরুণদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন: ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জামালপুর-৫ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, মাদারীপুর-৩ আসনে আনোয়ার হোসেন, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম-৯ আসনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১৫ আসনে দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নরসিংদী-৫ আসনে এবিএম রিয়াজুল কবির কাওছার এবং নেত্রকোনা-১ আসনে রেমন্ড আরেং প্রমুখ।
মাহমুদ হাসান রিপন, আরিফুল ইসলাম উজ্জ্বল, সাজ্জাদ সাকিব বাদশা, মাজহারুল ইসলাম মানিক, মিলন পাঠান, আবু হুসাইন বিপু সাবেক ছাত্রনেতাদের মধ্যে যারা মনোনয়ন ফরম কিনেছেন: মাগুরা-১ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর; গাইবান্ধা-৫ (সাঘাটা-সুন্দরগঞ্জ) আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন, নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, রাজবাড়ী-২ আসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা টিপু, পিরোজপুর-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ময়মনসিংহ-৭ আসন থেকে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন, দিনাজপুর-১ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু, দিনাজপুর-৫ আসনে সফেদ আশফাক তুহিন, বরিশাল-২ আসনে রুবিনা মিরা, নড়াইল-২ আসনে (সদর-লোহাগড়া) রাশিদুল বাশার ডলার, বরিশাল-২ আসনে দীপিকা রানী সমাদ্দার, কিশোরগঞ্জ-৫ আসনে (বাজিতপুর-নিকলী) শহীদুল্লাহ মুহাম্মদ শাহ নূর, পাবনা-৫ আসনে মাজহারুল ইসলাম মানিক এবং পাবনা-২ আসনে রাশেল গাফফারী।
এছাড়া নাটোর-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা এবং কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জামালপুর-৪ আসনে ফজলুল হক, নীলফামারী-৪ আসনে আমেনা কোহিনূর ও নাফিউল করিম নাফা, আব্দুস শুকুর ইমন মেহেরপুর-১ এবং রাজিউর রেজা চৌধুরী খোকন ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না পিরোজপুরের তিনটি আসনেই মনোনয়নপত্র নিয়েছেন।
এবিএম রিয়াজুল কবীর কাওছার,আহম্মদ আলী মোল্লা, কোহেলী কুদ্দুস মুক্তি, মাশরাফি বিন মুর্তজা, জ্যোতিকা জ্যোতি, শাকিল খান পিরোজপুর-৩ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান, বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, কুড়িগ্রাম-৩ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আতাউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট রানু আক্তার মুন্সীগঞ্জ-২, সাফি বিল্লাহ মাগুরা-২, পাবনা-১ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন এবং কুষ্টিয়া-১ আসনে তারিক আল মামুন মনোনয়নপত্র নিয়েছেন।

এদিকে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলাধুলায় তার অবদানের প্রতি সম্মান দেখিয়ে সৌজন্যমূলকভাবে বিনামূল্যে তাকে মনোনয়ন ফরম দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তরুণদের আইকন হিসেবে পরিচিত মাশরাফি।

এছাড়া চলচ্চিত্র পরিবার থেকে মনোনয়ন প্রত্যাশী নায়ক শাকিল খান বাগেরহাট-৩ আসনে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে অভিনেতা সিদ্দিকুর রহমান।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) মনোনয়ন ফরম জমা নেওয়া শেষ হয়েছে।

/এসও/এএইচ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!