X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের বৈঠকে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৩

আওয়ামী লীগ (দলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক বছর ১০ মাস পর ধানমন্ডিতে নিজ রাজনৈতিক কার্যালয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল বুধবার (১৪ নভেম্বর) নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল দলীয় কার্যালয়ে। তবে স্থান সংকুলানের কথা ভেবে পরে মনোনয়নপ্রত্যাশীদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডেকে নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর আগে, গত রবিবার (১১ নভেম্বর) সংসদীয় বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আজই (বৃহস্পতিবার, ১৫ নভেম্বর) প্রথম বৈঠকে বসেছে সংসদীয় বোর্ড।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের আশপাশে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যালয়ের সামনের রাস্তায় দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে বিভিন্ন স্লোগান দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানান।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের নতুন সদস্য নির্বাচিত হয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক ও সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় একটি সদস্য পদ খালি ছিল। এছাড়া সংসদীয় বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, ড. আলাউদ্দিন আহমেদ অসুস্থ। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দীন আহমেদ, রশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের এখতিয়ার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের। এবার একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ৩০০ আসনে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম তুলেছেন।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা