X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি অফিসের সামনে বিশৃঙ্খলাকারীদের বিচারের দাবি জাপা মহাচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:৫৭

রুহুল আমিন হাওলাদার (ফাইল ছবি) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, ‘প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশ করতে হবে। নির্বাচন নিয়ে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আর এ ব্যাপারে জাতীয় পার্টি সর্বিক সহায়তা করবে নির্বাচন কমিশনকে।’ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দলের চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিয়েজোঁ কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, বিএনএ’ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, বিএনএ মূখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, বিএনএ প্রধান সনম্বকারী মো. আখতার হোসাইন, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, আবদুস সামাদ, মাসুদ মোসাইন আল কাদরী, এমএ মমিন, ইসলাম উদ্দিন দুলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক মুফতী শারাফাত হোসেন, অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলার।

লেফটেনেন্ট জেনারেল (অব.)  মাসুদ চৌধুরী জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন

লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী মাসুদ চৌধুরীকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেন। একইসঙ্গে  হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন মাসুদ চৌধুরী। যা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে।

একাদশ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। সকাল থেকে ৪৪৭ টি মনোনয়নপত্র বিতরণ করা  হয়। এ নিয়ে ৫দিনে মোট ২ হাজার ৮৬৫টি মনোনয়নপত্র বিতরণ করা হলো। এদিন, সাবেক এমপি নওয়াব আলী খান আব্বাস, মাইটিভি’র চেয়ারম্যান নাছির উদ্দিন সাথীসহ ৪৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, আবুল কাশেম, অ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙ্গা এমপি, তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা