X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনি প্রচারে ১৪ দলের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ২০:১০আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:১২

১৪ দলীয় জোট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দল একটি প্রচার কমিটি গঠন করেছে। শনিবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় এ কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের প্রচারে ১৪ দলের পক্ষ থেকে একটি টিম করে দেওয়া হবে। প্রচার টিম গ্রামে-গঞ্জে সভা-সমাবেশ করবে। তিনি বলেন, বিজয় দিবসে প্রতিটি জেলা-উপজেলায় বিজয় মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাসসহ নির্বাচনি প্রচার চালানো হবে। এ প্রচার কমিটি নির্বাচন আচরণবিধির সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশে ১৪ দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচার কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির নেতৃত্ব দেবেন স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। কমিটির অন্য সদস্যরা হলেন, দিলীপ বড়ুয়া (সাধারণ সম্পাদক, সাম্যবাদী দল), রাশেদ খান মেনন (সভাপতি, ওয়ার্কার্স পার্টি), ফজলে হোসেন বাদশা (সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টি), হাসানুল হক ইনু (সভাপতি, জাসদ) শিরীন আখতার (সাধারণ সম্পাদক, জাসদ), লুৎফর রহমান (পলিট ব্যুরোর সদস্য, সাম্যবাদী দল), শরীফ নূরুল আম্বিয়া (সভাপতি, জাসদ), নাজমুল হক প্রধান (সাধারণ সম্পাদক, জাসদ), মিসেস আমিনা বেগম (কার্যকরী সভাপতি, ন্যাপ), ইসমাইল হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, ন্যাপ), আনোয়ার হোসেন মঞ্জু (চেয়ারম্যান, জাতীয় পার্টি-মঞ্জু), শেখ শহীদুল ইসলাম (সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি- মঞ্জু), ব্যারিস্টার মো. আরশ আলী (সভাপতি, গণতন্ত্রী পার্টি), ডা. শাহাদাত হোসেন (সাধারণ সম্পাদক, গণতন্ত্রী পার্টি), নজিবুল বশর মাইজভাণ্ডারী (চেয়ারম্যান, বাংলাদেশ তরিকত ফেডারেশন), ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী (প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ তরিকত ফেডারেশন), অ্যাডভোকেট এস কে শিকদার (সভাপতি, গণ-আজাদী লীগ), মুহাম্মদ আতা উল্লাহ খান (মহাসচিব, গণ-আজাদী লীগ), জাকির হোসেন (সভাপতি, গণতান্ত্রিক মজদুর পার্টি), রেজাউর রশীদ খান (আহ্বায়ক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ), ডা. ওয়াজেদুল ইসলাম খান (আহ্বায়ক, কমিউনিস্ট কেন্দ্র) ডা. অসিত বরণ রায় (যুগ্ম-আহ্বায়ক, কমিউনিস্ট কেন্দ্র), হামিদুল কিবরিয়া চৌধুরী (সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ)।

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০