X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ফখরুলকে কাদেরের চ্যালেঞ্জ

কে ধোয়া তুলসীপাতা প্রমাণ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:০৭

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি বিএনপির সেক্রেটারি জেনারেলের কাছে, আপনাদের যাদের-যাদের গ্রেফতার করা হয়েছে বা হচ্ছে ,আইনের দৃষ্টিতে এরা কে-কে নিরপরাধ? কে একেবারে ধোয়া তুলসীপাতা, এটা প্রমাণ করুন। কোনও নিরপরাধ ব্যক্তি এখানে ভিকটিম হবে না।’
সোমবার (১৯ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির অভিযোগ-তাদের সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই সংক্রান্ত একটি তালিকা বিএনপি ইসিতে জমা দিয়েছে। দলটির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়ে ইসি ব্যবস্থা না নিলে কি করবেন এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘নির্বাচন হোক এটা আমরা চাই। সরকারি দল হিসেবে আমাদের দায়টা বেশি। কিছু কিছু বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের সহনশীল হতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যথাযথ ব্যবস্থা নেবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা ন্যায়সঙ্গত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। তারা ব্যবস্থা না নিলে আমরা ভোটারদের কাছে জানাবো। দেশবাসীকে জানাবো, জনতার আদালতে বিচার চাইবো। এ বিষয়ে আমরা আজকে আবারও ইসির দৃষ্টি আকর্ষণ করছি।’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। নির্বাচনের জন্য সারাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। তফসিল ঘোষণার পর মনোনয়ন দেওয়ার পর্যায়ে তারা পরিকল্পিতভাবে মনোনয়ন সংগ্রহের নামে, তাদের নেতাকর্মী সংগ্রহের নামে সারাদেশের সন্ত্রাসীদের জমায়েত করে। এরপর পুলিশের ওপর হামলা চালায়। গাড়ি পুড়িয়ে, গাড়ির ওপর উঠে নৃত্য প্রদর্শন করে। আহত পুলিশের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।’
তিনি বলেন, ‘এতদিন পরিবেশ-পরিবেশ করেছে, এখন তফসিল ঘোষণার পর পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের মনোনয়নের সময় পার হয়ে গেলেও নেতাকর্মীদের পাশাপাশি চিহ্নিত দাগি সন্ত্রাসীদের ঢাকায় এনে হামলা চালানো হচ্ছে। একদিকে মনোনয়নপত্র দিচ্ছে, আরেকদিকে মনোনয়নপত্র সংগ্রহের নামে রাস্তা বন্ধ করছে।’
রাস্তা বন্ধ করার উদ্দেশ্য -আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এটা দেখানো, এমনটা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যে পরিমাণ মনোনয়নপত্র বিক্রির সংখ্যা দেখিয়েছে, এই সংখ্যা আমি চ্যালেঞ্জ করে বলছি ভুয়া। তাদের মনোনয়নপত্র কত হবে এটা বাংলাদেশের মানুষ ভালো জানে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!