X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘এক পরিবারের সবাই তো আর খারাপ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৯:৩৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:৪৩

আবদুর রহমান বদি ও তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের (কক্সবাজার-৪) বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদি আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তার বদলে এ আসনে মনোনয়ন পাচ্ছেন তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী। মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।এসময় বদির পরিবর্তে তার স্ত্রীকে মনোনয়ন দিলে কি আদৌ কোনও পরিবর্তন আসবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক পরিবারের সবাই তো আর খারাপ নয়।’

এসময় টাঙ্গাইলের আরেক বিতর্কিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি আমানুর রহমান রানার বদলে তার বাবাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

শাহীনা আক্তার চৌধুরী

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন,‘কক্সবাজারের বদি এবং টাঙ্গাইলের রানা এই দুইজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। কারণ, এই দুইজন সম্পর্কে নানা ধরনের আলোচনা-সমালোচনা আছে। যদিও জরিপে তারা অনেক এগিয়ে আছে। এরপরও সমালোচনা এড়াতে এবার তাদের মনোনয়ন দেওয়া হবে না। বদির আসনে বদির স্ত্রী আর রানার আসনে রানার পিতা আতাউর রহমান খানকে নমিনেশন (মনোনয়ন) দেওয়া হবে।’

একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী শাহীন আক্তার চৌধুরীসহ সংসদ সদস্য আবদুর রহমান বদি (ছবি: সংগৃহীত) কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজারের এই আসনটির জন্য বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির পাশাপাশি মনোনয়ন ফরম জমা দেন তার প্রথম স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে মোট সাত প্রার্থীর মধ্যে আরও ছিলেন শাহীনার ছোট ভাই ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর চৌধুরী এবং শাহীনার চাচা ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

আবদুর রহমান বদির ঘনিষ্ঠজনদের উদ্ধৃত করে টেকনাফ প্রতিনিধি জানিয়েছেন, মূলত নিজের ইমেজ সংকটের বিষয়টি অবগত থাকায় পারিবারিক বলয়েই যেন সংসদ সদস্য পদটি থাকে সেজন্যই স্ত্রীসহ নিকট স্বজনদের দিয়ে একাধিক মনোনয়ন ফরম তোলান এই সংসদ সদস্য।

শাহীনা আক্তার চৌধুরী রাজনীতিতে নবাগত হলেও তার পরিবারের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। তার বাবা প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী ওরফে ঠাণ্ডা মিয়া চৌধুরী ছিলেন উখিয়ায় আওয়ামী লীগের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানও ছিলেন।

রোহিঙ্গাদের সহায়তায় স্বামী আবদুর রহমান বদির সঙ্গে ত্রাণ তৎপরতায় অংশ নেন শাহীন আক্তার চৌধুরী (ফাইল ছবি)

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, আবদুর রহমান বদির দ্বিতীয় স্ত্রীর নাম সাবেকুন্নেছা সাকি। তার পিতার নাম হাফেজ আহমেদ চৌধুরী। ধনাঢ্য এই ব্যক্তিকে এলাকার মানুষ জমিদার হিসেবেই চেনেন। সাবেকুন্নেছা সাকি   কক্সবাজার সদরে থাকেন। তিনি কক্সবাজার-৩ আসনের ভোটার। স্বামী বদির সঙ্গে তার সম্পর্ক তেমন একটা ভালো নয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও তার বিরুদ্ধে এসব অভিযোগ আনায় শাসক দল আওয়ামী লীগ বরাবরই বিব্রত ছিল। এমনকি সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের সময় তাকে হজের নামে দেশের বাইরে পাঠিয়ে দেয় সরকার। বিভিন্ন সময়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারাও এবারের নির্বাচনে তাকে মনোনয়ন না দেওয়ার জন্য হাই কমান্ডের কাছে সুপারিশ করে বিভিন্ন সভা-সমাবেশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বদির বদলে তার স্ত্রী শাহীনাকে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিলো আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।  শাহীনা আক্তার চৌধুরী কক্সবাজারের এই আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন এমন খবরে বদির অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!