X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধানের শীষের জোয়ার উঠেছে, জয়লাভ সহজ হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৬:১১






ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো) ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারকে কেউ রোধ করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যারা সাক্ষাৎকার দিয়েছেন সবাই দলের পরীক্ষিত, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক । নির্বাচনকে কেন্দ্র করে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের জয়লাভে সহযোগিতা করবে। ’

বুধবার (২১ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বিরতির সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের যে সাড়া আমরা দেখতে পাচ্ছি, স্রোতের মতো যে ঢল নেমেছে, তাতে নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেফতার হয়রানি উপেক্ষা করেই জনগণ যে সাড়া দিচ্ছে, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে, ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারকে কেউ রোধ করতে পারবে না।’
‘বিএনপি ঢালাওভাবে অভিযোগ করছে’ নির্বাচন কমিশনের এ বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে। একেবারে সুনির্দিষ্ট অভিযোগ করেছে।’
নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। ’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে গত তিন দিনে মনোনয়ন প্রার্থী অসংখ্য নেতার সাক্ষাৎকার নিয়েছি। বুধবার (২১ নভেম্বর) ময়মনসিংহ বিভাগের ২৩৩ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এরপর ফরিদপুরের ১৫ আসনের সাক্ষাৎকার নেওয়া হবে। সবশেষে ঢাকা বিভাগের ৭১টি আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে সাক্ষাৎকার পর্ব শেষ হবে।’
সাক্ষাৎকার শেষে কবে নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করবেন জানতে চাইলে ফখরুল বলেন, ‘খুব শিগগিরই জানতে পারবেন। জোটের সঙ্গে বসবো, তারপর চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। নির্বাচন করতে যখন নেমেছি, সবকিছু সময় মতো হয়ে যাবে।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া